০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি :

পারিবারিক কলহের জেরে ৫০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করলেন আপন চাচা

  • প্রকাশিত ০৭:২০:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ২৯ বার দেখা হয়েছে

জয়পুরহাটের কালাইয়ে প্রায় ৫০বছরের গ্রামের চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন এক প্রভাবশালী আপন চাচা। পারিবারিক কলহের কারনে তিনি ওই গ্রামের সকল বাসিন্দাদের মাঠের জমির ফসলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যাক্তি মান্নান ও তার ছেলেদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের দীর্ঘদিনের প্রায় ৫০ বছরের পুরনো রাস্তাটি গত ১২ জুলাই, শনিবার হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়। রাস্তাটি একটি বাড়ির পাশ দিয়ে মাঠে যাওয়ার সহজ পথ হিসেবে ব্যবহৃত হতো।
রাস্তাটি তিন দিন থেকে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রামবাসি। এখন তারা বাধ্য হয়ে জমির আইল দিয়ে চলাচল করছেন, যা অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ।
বাড়ির মালিক সালেহা বেওয়া জানান, তার বয়স হয়েছে। সে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। আশেপাশের বাড়িতে যাওয়া লাগে, রাস্তা বন্ধ থাকায় যেতে পারছেন না।
মো. সায়েম উদ্দীন বলেন,আমার বাবা ১৯৭৭ সালে ৪ শতাংশ জমি দিয়ে এ রাস্তা তৈরি করেছিলেন। তখন থেকে সবাই এই রাস্তা ব্যবহার করছে। এখন হঠাৎ করে তা বন্ধ করে দেওয়া হয়েছে।
মো. কাজল বলেন, আমার চাচা পারিবারিক কলহের কারণে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। আমার মা অসুস্থ, আশেপাশের কেউ অসুস্থ হলে তাদের নিয়ে যাওয়া সম্ভব নয়। বাচ্চারাও স্কুলে যেতে পারছে না।
৬০ বছরের গ্রামবাসী আব্দুর সামাদ বলেন,আমি ছোটবেলা থেকে এই রাস্তা দিয়ে চলাচল করছি। এখন বন্ধ হয়ে যাওয়ায় খুব অসুবিধা হচ্ছে।
৫০ বছরের শিরিন বলেন, আমাদের জন্মের আগ থেকেই এই রাস্তা ছিল। এখন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আমরা বিপদে আছি।
আরও এক গ্রামবাসী বলেন, আমার বাপ-দাদার আমল থেকে এই রাস্তা ব্যবহার করছি। রাস্তাটি এখনও কাঁচা, কিন্তু বন্ধ করে দেওয়ায় আমাদের অনেক ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীরা দ্রত রাস্তাটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, এটি আমাদের চলাচলের একমাত্র সহজ পথ। এ মাঠ দিয়ে তারা জমির মাঠে সহজে প্রবেশ করতে পারে।
অভিযুক্ত মান্নান বলেন, এখানে তাদের কোনো অংশ নেই। আমি আমার অংশ ঘিরেছি। দেড় ফিট জায়গা ছাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার অংশ কেন আমি ছাড়ব।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, রাস্তা বন্ধের একটা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয়

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি :

পারিবারিক কলহের জেরে ৫০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করলেন আপন চাচা

প্রকাশিত ০৭:২০:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

জয়পুরহাটের কালাইয়ে প্রায় ৫০বছরের গ্রামের চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন এক প্রভাবশালী আপন চাচা। পারিবারিক কলহের কারনে তিনি ওই গ্রামের সকল বাসিন্দাদের মাঠের জমির ফসলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যাক্তি মান্নান ও তার ছেলেদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের দীর্ঘদিনের প্রায় ৫০ বছরের পুরনো রাস্তাটি গত ১২ জুলাই, শনিবার হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়। রাস্তাটি একটি বাড়ির পাশ দিয়ে মাঠে যাওয়ার সহজ পথ হিসেবে ব্যবহৃত হতো।
রাস্তাটি তিন দিন থেকে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রামবাসি। এখন তারা বাধ্য হয়ে জমির আইল দিয়ে চলাচল করছেন, যা অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ।
বাড়ির মালিক সালেহা বেওয়া জানান, তার বয়স হয়েছে। সে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। আশেপাশের বাড়িতে যাওয়া লাগে, রাস্তা বন্ধ থাকায় যেতে পারছেন না।
মো. সায়েম উদ্দীন বলেন,আমার বাবা ১৯৭৭ সালে ৪ শতাংশ জমি দিয়ে এ রাস্তা তৈরি করেছিলেন। তখন থেকে সবাই এই রাস্তা ব্যবহার করছে। এখন হঠাৎ করে তা বন্ধ করে দেওয়া হয়েছে।
মো. কাজল বলেন, আমার চাচা পারিবারিক কলহের কারণে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। আমার মা অসুস্থ, আশেপাশের কেউ অসুস্থ হলে তাদের নিয়ে যাওয়া সম্ভব নয়। বাচ্চারাও স্কুলে যেতে পারছে না।
৬০ বছরের গ্রামবাসী আব্দুর সামাদ বলেন,আমি ছোটবেলা থেকে এই রাস্তা দিয়ে চলাচল করছি। এখন বন্ধ হয়ে যাওয়ায় খুব অসুবিধা হচ্ছে।
৫০ বছরের শিরিন বলেন, আমাদের জন্মের আগ থেকেই এই রাস্তা ছিল। এখন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আমরা বিপদে আছি।
আরও এক গ্রামবাসী বলেন, আমার বাপ-দাদার আমল থেকে এই রাস্তা ব্যবহার করছি। রাস্তাটি এখনও কাঁচা, কিন্তু বন্ধ করে দেওয়ায় আমাদের অনেক ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীরা দ্রত রাস্তাটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, এটি আমাদের চলাচলের একমাত্র সহজ পথ। এ মাঠ দিয়ে তারা জমির মাঠে সহজে প্রবেশ করতে পারে।
অভিযুক্ত মান্নান বলেন, এখানে তাদের কোনো অংশ নেই। আমি আমার অংশ ঘিরেছি। দেড় ফিট জায়গা ছাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার অংশ কেন আমি ছাড়ব।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, রাস্তা বন্ধের একটা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।