পাইকগাছা, বিশেষ প্রতিনিধি: আজ পাইকগাছা প্রেসক্লাবের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, প্রেসক্লাব পাইকগাছার ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ জুলাই) প্রেসক্লাব পাইকগাছার কার্যলয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
ক্লাবের সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী আব্দুল আলীম, সদস্য মোঃ আহমদ আলী বাচা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আজিজুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, মোঃ নুরুল আমিন পলাশ, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শাহাদাত হোসাইন, মোঃ আওছাফুর রহমান, মোঃ শাহিন রেজা, মোঃ রাজু আহমেদ, মোঃ জিনারুল ইসলাম।
সভায় সংগঠনের সভাপতি প্রকাশ ঘোষ বিধান ক্লাবের সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশ ও জনকল্যান মূলক কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।