০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় জমির বিরোধে এক নারীকে মারপিট করে বোমা হামলার অভিযোগে থানায় এজাহার

  • প্রকাশিত ০৭:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ৮ বার দেখা হয়েছে

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে রাতের আধারে এক নারীকে মারপিটসহ বোমা হামলার অভিযোগে থানায় এজাহার হয়েছে। শুক্রবার চাঁদখালীর দেবদুয়ারের শেখ আঃ গফুরের স্ত্রী সাহিদা বেগম বাদী হয়ে স্থানীয় শেখ গোলাম ইকবাল (৬৫) ও তার দু’ছেলে শেখ ইমন(২৮) শেখ লিখনসহ অজ্ঞাত ক’জনের বিরুদ্ধে এ এজাহারটি দাখিল করেছেন। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, দেবদুয়ার শেখ পাড়ায় ওয়ারেশ সুত্রে সাহিদা বেগম পিতার ভিটেবাড়ীর ৮ শতক জমিতে ঘর বেধে বাস করছেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দা অবঃ সরকারী কর্মকর্তা শেখ গোলাম ইকবাল এ জমি ক্রয় সুত্রে দাবি করেছেন। এ নিয়ে গত ৮ মাসে দু’পক্ষই থানা পুলিশ থেকে শুরু করে আদালতেও একাধিক পাল্টা-পাল্টি মামলায় জড়িয়ে পড়েছেন।
সর্বশেষ গত ৭ মে রাতে সাহিদা বেগমকে মারপিট করে বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয় সাহিদা বেগম জানান, দীর্ঘদিন ধরে শেখ গোলাম ইকবাল আমার পিতার ভিটেবাড়ীর ৮ শত মুল্যবান জমি জোর করে দখল করে রেখেছিল। কিন্তু বর্তমানে স্থানীয়দের উপস্থিতিতে আমিনদ্বারা জরিপ করে আমি এ জমিতে ঘর বেধে বাস করছি। তিনি আরোও জানান,জমি দখল করতে ব্যর্থ হয়ে প্রভাবশালী গোলাম ইকবাল আমাকে জড়িয়ে স্বামীর বিরুদ্ধে চাঁদাদাবি- শ্লীলতাহানীসহ নানা অভিযোগে এরই মধ্যে একাধিক মামলা ও অভিযোগ দিয়ে হয়রানী করে আসছেন। তিনি অভিযোগ করেন বিরোধের জেরে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে গোলাম ইকবালের হুকুমে দুর্বত্তরা আমার বাড়িতে প্রবেশ করে ঘর ভাংচুর করতে গেলে আমি বাঁধা দেই। এ সময় দুর্বত্তরা আমার টেনে হেচড়ে মারপিট করে এক পর্যায়ে ঘরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। এক পর্যায়ে স্থানীয়রা ছুটে আসলে তারা চলে যায়।
সাহিদা বেগমের প্রতিবেশি শেখ জিয়াদুল ইসলাম (৩৭) ও মো, আজিজ( ৭০) জানান,ঐ রাতে বিকট শব্দ পেয়ে ঘুম ভাঙে। এরপর চেচামেচি শুনে ঘটনাস্থলে এসে দেখি বোমা সাদৃশ্য টিনের কৌটা ফেলানো ও ধোয়াসহ বাঁশের পাতায় আগুন ধরে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে থানার এসআই সামাদ জানান, জমির বিরোধে এরই মধ্যে দু’ পক্ষই একাধিক পাল্টাপাল্টি মামলায় জড়িয়ে পড়েছেন। সর্বশেষ সাহিদার মারপিট ও বোমা হামলার খবর পেয়ে ঐ রাতেই ঘটনাস্থলে পৌছে ১টি মুনস্টার রংয়ের খোলা কৌটা উদ্ধার করে পাশে বাঁশ পাতায় আগুনে পোড়া চিহ্ন দেখতে পাই।
এ বিষয়ে ইন্সপেক্টর ( তদন্ত) ইদ্রীসুর রহমান জানান, সাহিদা বেগমের লিখিত অভিযোগের পুর্বে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

Tag :
জনপ্রিয়

যাত্রাবাড়ী থানার ৬১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত

পাইকগাছায় জমির বিরোধে এক নারীকে মারপিট করে বোমা হামলার অভিযোগে থানায় এজাহার

প্রকাশিত ০৭:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে রাতের আধারে এক নারীকে মারপিটসহ বোমা হামলার অভিযোগে থানায় এজাহার হয়েছে। শুক্রবার চাঁদখালীর দেবদুয়ারের শেখ আঃ গফুরের স্ত্রী সাহিদা বেগম বাদী হয়ে স্থানীয় শেখ গোলাম ইকবাল (৬৫) ও তার দু’ছেলে শেখ ইমন(২৮) শেখ লিখনসহ অজ্ঞাত ক’জনের বিরুদ্ধে এ এজাহারটি দাখিল করেছেন। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, দেবদুয়ার শেখ পাড়ায় ওয়ারেশ সুত্রে সাহিদা বেগম পিতার ভিটেবাড়ীর ৮ শতক জমিতে ঘর বেধে বাস করছেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দা অবঃ সরকারী কর্মকর্তা শেখ গোলাম ইকবাল এ জমি ক্রয় সুত্রে দাবি করেছেন। এ নিয়ে গত ৮ মাসে দু’পক্ষই থানা পুলিশ থেকে শুরু করে আদালতেও একাধিক পাল্টা-পাল্টি মামলায় জড়িয়ে পড়েছেন।
সর্বশেষ গত ৭ মে রাতে সাহিদা বেগমকে মারপিট করে বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয় সাহিদা বেগম জানান, দীর্ঘদিন ধরে শেখ গোলাম ইকবাল আমার পিতার ভিটেবাড়ীর ৮ শত মুল্যবান জমি জোর করে দখল করে রেখেছিল। কিন্তু বর্তমানে স্থানীয়দের উপস্থিতিতে আমিনদ্বারা জরিপ করে আমি এ জমিতে ঘর বেধে বাস করছি। তিনি আরোও জানান,জমি দখল করতে ব্যর্থ হয়ে প্রভাবশালী গোলাম ইকবাল আমাকে জড়িয়ে স্বামীর বিরুদ্ধে চাঁদাদাবি- শ্লীলতাহানীসহ নানা অভিযোগে এরই মধ্যে একাধিক মামলা ও অভিযোগ দিয়ে হয়রানী করে আসছেন। তিনি অভিযোগ করেন বিরোধের জেরে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে গোলাম ইকবালের হুকুমে দুর্বত্তরা আমার বাড়িতে প্রবেশ করে ঘর ভাংচুর করতে গেলে আমি বাঁধা দেই। এ সময় দুর্বত্তরা আমার টেনে হেচড়ে মারপিট করে এক পর্যায়ে ঘরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। এক পর্যায়ে স্থানীয়রা ছুটে আসলে তারা চলে যায়।
সাহিদা বেগমের প্রতিবেশি শেখ জিয়াদুল ইসলাম (৩৭) ও মো, আজিজ( ৭০) জানান,ঐ রাতে বিকট শব্দ পেয়ে ঘুম ভাঙে। এরপর চেচামেচি শুনে ঘটনাস্থলে এসে দেখি বোমা সাদৃশ্য টিনের কৌটা ফেলানো ও ধোয়াসহ বাঁশের পাতায় আগুন ধরে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে থানার এসআই সামাদ জানান, জমির বিরোধে এরই মধ্যে দু’ পক্ষই একাধিক পাল্টাপাল্টি মামলায় জড়িয়ে পড়েছেন। সর্বশেষ সাহিদার মারপিট ও বোমা হামলার খবর পেয়ে ঐ রাতেই ঘটনাস্থলে পৌছে ১টি মুনস্টার রংয়ের খোলা কৌটা উদ্ধার করে পাশে বাঁশ পাতায় আগুনে পোড়া চিহ্ন দেখতে পাই।
এ বিষয়ে ইন্সপেক্টর ( তদন্ত) ইদ্রীসুর রহমান জানান, সাহিদা বেগমের লিখিত অভিযোগের পুর্বে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।