০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পহেলা বৈশাখকে ঘিরে কুমিল্লা জেলা প্রশাসনের দু’দিনব্যাপি কর্মসূচি

  • প্রকাশিত ০৫:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৮৯ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : পহেলা বৈশাখ ১৪৩২ কে ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে দু’দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নতুন বর্ষকে বরণ ও পুরোনো বছরকে বিদায় দিতে বছরের শেষদিন ও নতুন বছরের প্রথম দিন এই দু’দিন এসব কর্মসূচি গৃহীত হবে।

জেলা প্রশাসন সূত্র জানায় বছরের শেষ দিন কাল রোববার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে বর্ষবরণ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।বিকেল ৪ টায় শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

পহেলা বৈশাখ ১৪ এপ্রিল সোমবার সকাল ৮টায় জাতীয় সঙ্গীত ও “এসো হে বৈশাখ” গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ- ১৪৩২ এর উদ্বোধন করা হবে।

উদ্বোধন শেষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ উচ্চ মাধ্যমিক শাখা থেকে ” বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা” বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হবে।

এইদিন জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় কারাগার, হাসপাতাল, শিশু পরিবারে (এতিমখানা) ঐতিহ্যবাহী বাঙ্গালি খাবার পরিবেশন করা হবে।

এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা জাদুঘর ও প্রত্নতত্ত্বের দর্শনীয় স্থানসমূহ উন্মুক্ত রাখতে এবং শিশু- কিশোর, ছাত্র- ছাত্রী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

ভোলার দৌলতখানে ভবানীপুর ইউনিয়নে সরকার কর্তৃক গরীব অসহায়দের মাঝে রেশন কার্ডের চাল বিতরন

পহেলা বৈশাখকে ঘিরে কুমিল্লা জেলা প্রশাসনের দু’দিনব্যাপি কর্মসূচি

প্রকাশিত ০৫:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : পহেলা বৈশাখ ১৪৩২ কে ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে দু’দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নতুন বর্ষকে বরণ ও পুরোনো বছরকে বিদায় দিতে বছরের শেষদিন ও নতুন বছরের প্রথম দিন এই দু’দিন এসব কর্মসূচি গৃহীত হবে।

জেলা প্রশাসন সূত্র জানায় বছরের শেষ দিন কাল রোববার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে বর্ষবরণ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।বিকেল ৪ টায় শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

পহেলা বৈশাখ ১৪ এপ্রিল সোমবার সকাল ৮টায় জাতীয় সঙ্গীত ও “এসো হে বৈশাখ” গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ- ১৪৩২ এর উদ্বোধন করা হবে।

উদ্বোধন শেষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ উচ্চ মাধ্যমিক শাখা থেকে ” বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা” বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হবে।

এইদিন জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় কারাগার, হাসপাতাল, শিশু পরিবারে (এতিমখানা) ঐতিহ্যবাহী বাঙ্গালি খাবার পরিবেশন করা হবে।

এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা জাদুঘর ও প্রত্নতত্ত্বের দর্শনীয় স্থানসমূহ উন্মুক্ত রাখতে এবং শিশু- কিশোর, ছাত্র- ছাত্রী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
স্বদেশ বিচিত্রা/এআর