পল্লী বিদ্যুতায়ন বোর্ড(আরইবি) ও পল্লী বিদ্যুত সমিতিগুলোর(পবিস) কর্মচারিদের জন্য এক ও অভিন্ন সার্ভিস রুল প্রণয়নে বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ও আরইবি চেয়ারম্যানের ব্যর্থতাকে সংবিধানের ২৭, ২৯, ৩২ অনুচ্ছেদ লংঘন করে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং আরইবি ও পিবিএসের কর্মচারীদের জন্য বৈষম্য দূর করে বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি একীভূত সার্ভিস রুল প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না- এই মর্মে আদালত এক রুল নিশি জারি করেছে।
উল্লেখ্য, পল্লী বিদ্যুতায়ন বোর্ড(আরইবি) ও পল্লী বিদ্যুত সমিতি(পবিস)-এর মধ্যে চলমান দ্বন্দ্ব ও বিরোধ নিরসনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) কর্তৃক উচ্চ আদালতে দায়েরকৃত রিটের শুনানির প্রেক্ষিতে উচ্চ আদালতের হাইকোর্ট বেঞ্চ ০৪ আগষ্ট ২০২৫ এই নির্দেশনা দেয়।
ক্যাবের পক্ষে এই মামলাটির শুনানি করেন বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।