আমাদের গাঁও কত সুন্দর
সবুজ শ্যামল ঘেরা
চারিদিক নদী-নালা
মায়ার বাঁধন ঘেরা ।
মাঝি মাল্লারা নৌকা বায়
হাতে বৈঠা লয়ে
ভাটিয়ালি গীত গাইয়া যায়
গাঁও থেকে গাঁয়ে ।
কৃষকরা যায় সকালে মাঠে
পাকা ধান কাঁটে
আঁটি বেঁধে মাথায় করে
ফিরে যায় বাটে।
নতুন ধানের চাউল কোটে
ঢেঁকিতে পাড় দিয়া
ঢেঁকি নাচে বধু নাচে
হেলিয়া দুলিয়া।
নতুন ধানের পিঠা খেতে
সবাই ছুটে গাঁয়ে
নবান্নের পিঠা ভাঁজে হাতে
আমার লক্ষী মায়ে।
নার্গিস আক্তার
গোপালগঞ্জ, ইসলামপাড়া বাংলাদেশ
ফোন নং ০১৭৪৭৬৮৫৫৭৫
তারিখ-৭-১২-২০২৪