গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রী লাবনী আক্তার (২২) কে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের পিতা লাবলু মিয়া পলাশবাড়ী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার নশেতপুর গ্রামের লাবলু মিয়ার মেয়ে লাবনী আক্তারের সঙ্গে প্রায় চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় পলাশবাড়ী উপজেলার কুমেদপুর গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিকের। তাদের সংসারে একটি এক বছরের ছেলে সন্তান রয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, বিয়ের পর থেকে আবু বক্কর স্ত্রী লাবনীর ওপর যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন। নেশার আসক্তিতে তিনি প্রায়ই বাড়িতে এসে স্ত্রীকে মারধর করতেন এবং বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলতেন। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে সালিশও হয় এবং এলাকাবাসীর মধ্যস্থতায় লাবনী আবার স্বামীর বাড়িতে ফিরে যান।
১৬ জুলাই (বুধবার) সকালে লোকমুখে লাবনীর মৃত্যুর খবর পান তার পরিবার। পরে তারা কুমেদপুরে জামাতার বাড়িতে গিয়ে দেখেন, লাবনীর নিথর দেহ ঘরের খাটের ওপর পড়ে আছে এবং তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি, স্বামী আবু বক্কর সিদ্দিক পারিবারিক কলহের জেরে বালিশ চাপা দিয়ে লাবনীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। পরে বিষয়টি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গাইবান্ধা প্রতিনিধি:
পলাশবাড়ীতে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে থানায় এজাহার
Tag :
জনপ্রিয়