০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার শ্রী নিত্যানন্দ বিশ্বাস

পঞ্চম বার্ষিকী ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম ও যজ্ঞানুষ্ঠান

  • প্রকাশিত ০৭:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ১২ বার দেখা হয়েছে

 

 

অনুষ্ঠানের সময়সূচি: ২৪ ও ২৫ চৈত্র,১৪৩১বঙ্গাব্দ ( ৭ ও ৮ এপ্রিল ২০২৫ খ্রি:) সোম ও মঙ্গলবার,সন্ধ্যা ৭ ঘটিকায় শ্রীমদ্ভাগবত কথামৃত পাঠ। পরিবেশনায়:শ্রীমান সমীরণ কৃষ্ণ দাস,পাইকগাছা খুলনা। ২৫ চৈত্র,১৪৩১ বঙ্গাব্দ (৮ এপ্রিল,২০২৫ খ্রি:) মঙ্গলবার শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন। ২৬,২৭ ও ২৮ চৈত্র ১৪৩১বঙ্গাব্দ ( ৯,১০ ও ১১ এপ্রিল ২০২৫ খ্রি:) বুধ, বৃহস্পতি ও শুক্রবার ২৪ প্রহর(৩ দিন) অহরাত্র নামযজ্ঞ,মধ্যাহ্নে পূজা ও প্রসাদ বিতরণ।২৯ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ( ১২ এপ্রিল,২০২৫ খ্রি:) শনিবার অরুণোদয় কুঞ্জভঙ্গ, নামযজ্ঞ সমাপন।অতঃপর নগর কীর্তন মধ্যাহ্নে ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণ। মহানাম সুধা পরিবেশনায়: ১.মনোহর পাগল সম্প্রদায়-বরিশাল ২.রূপশ্রী সম্প্রদায়-মাগুরা
৩.বঙ্কু বিহারী সম্প্রদায়-ঢাকা
৪.দেবী দুর্গা সম্প্রদায়-মাগুরা
৫.ওঁ্ংঙ্কার সম্প্রদায়-বরিশাল
৬.শ্যামা পূজা সম্প্রদায়- গোপালগঞ্জ।
কলিহত জীবের একমাত্র মুক্তির পথ হরিনাম সংকীর্তন।মহাপ্রভুর এই মহা বানীকে অন্তরে ধারণ করে পাপাহত জীবন থেকে মুক্তি ও বিশ্ব শান্তির লক্ষ্যে সকল কৃষ্ণভক্ত পদরেণুর ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই মহতি অনুষ্ঠান কৃষ্ণভক্ত পদধূলিতে ধন্য হোক এটাই একমাত্র প্রার্থনা।বিনয়াবনত: বটতলা সর্বজনীন শিব মন্দির এর ভক্তবৃন্দ।বটতলা শিকারমঙ্গল, কালকিনি,মাদারীপুর। প্রাণতোষ মন্ডল-সভাপতি,কিশলয় হাওলাদার- সাধারণ সম্পাদক।

Tag :

চট্টগ্রাম ৮ আসন জামায়াত নেতৃবৃন্দের ঈদ সমাবেশে নগর আমীর ও সাবেক সংসদীয় দলের হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

স্টাফ রিপোর্টার শ্রী নিত্যানন্দ বিশ্বাস

পঞ্চম বার্ষিকী ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম ও যজ্ঞানুষ্ঠান

প্রকাশিত ০৭:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

 

 

অনুষ্ঠানের সময়সূচি: ২৪ ও ২৫ চৈত্র,১৪৩১বঙ্গাব্দ ( ৭ ও ৮ এপ্রিল ২০২৫ খ্রি:) সোম ও মঙ্গলবার,সন্ধ্যা ৭ ঘটিকায় শ্রীমদ্ভাগবত কথামৃত পাঠ। পরিবেশনায়:শ্রীমান সমীরণ কৃষ্ণ দাস,পাইকগাছা খুলনা। ২৫ চৈত্র,১৪৩১ বঙ্গাব্দ (৮ এপ্রিল,২০২৫ খ্রি:) মঙ্গলবার শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন। ২৬,২৭ ও ২৮ চৈত্র ১৪৩১বঙ্গাব্দ ( ৯,১০ ও ১১ এপ্রিল ২০২৫ খ্রি:) বুধ, বৃহস্পতি ও শুক্রবার ২৪ প্রহর(৩ দিন) অহরাত্র নামযজ্ঞ,মধ্যাহ্নে পূজা ও প্রসাদ বিতরণ।২৯ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ( ১২ এপ্রিল,২০২৫ খ্রি:) শনিবার অরুণোদয় কুঞ্জভঙ্গ, নামযজ্ঞ সমাপন।অতঃপর নগর কীর্তন মধ্যাহ্নে ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণ। মহানাম সুধা পরিবেশনায়: ১.মনোহর পাগল সম্প্রদায়-বরিশাল ২.রূপশ্রী সম্প্রদায়-মাগুরা
৩.বঙ্কু বিহারী সম্প্রদায়-ঢাকা
৪.দেবী দুর্গা সম্প্রদায়-মাগুরা
৫.ওঁ্ংঙ্কার সম্প্রদায়-বরিশাল
৬.শ্যামা পূজা সম্প্রদায়- গোপালগঞ্জ।
কলিহত জীবের একমাত্র মুক্তির পথ হরিনাম সংকীর্তন।মহাপ্রভুর এই মহা বানীকে অন্তরে ধারণ করে পাপাহত জীবন থেকে মুক্তি ও বিশ্ব শান্তির লক্ষ্যে সকল কৃষ্ণভক্ত পদরেণুর ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই মহতি অনুষ্ঠান কৃষ্ণভক্ত পদধূলিতে ধন্য হোক এটাই একমাত্র প্রার্থনা।বিনয়াবনত: বটতলা সর্বজনীন শিব মন্দির এর ভক্তবৃন্দ।বটতলা শিকারমঙ্গল, কালকিনি,মাদারীপুর। প্রাণতোষ মন্ডল-সভাপতি,কিশলয় হাওলাদার- সাধারণ সম্পাদক।