০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম

  • প্রকাশিত ০৩:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৬৪ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম হওয়ায় আধঘন্টা পরে মৃত্যু হয়েছে। এই প্রথম পঞ্চগড়ে দুই মাথা সহ শিশুর জন্ম খবরে এলাকার বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৩ মে) পঞ্চগড় সদর হাসপাতালে উপজেলার অমরখানা ইউনিয়নের মাজেদুল ইসলামের স্ত্রী সুরভি আক্তার দুই মাথা বিশিষ্ট শিশুটির অস্ত্র পাচারের মাধ্যমে জন্ম দেন। শিশুটির সংকটাপন্ন অবস্থায় থাকায় স্ক্যানো বিভাগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে রাখা অবস্থায় মৃত্যু হয়েছে।এর আগে সুরভি আক্তারে প্রসব বেদনা উঠলে ১০ মে আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন।

শিশুটির নিকট আত্মীয়রা জানায়,আমরা আগে আল্ট্রাসনোগ্রাম করেছিলাম, ডাক্তার জানিয়েছেন দুইটি শিশু আছে।অপারেশন করে দেখতেছি শিশু একটি কিন্তু মাথা দুইটা।

হাসপাতালের সহকারী সার্জন ডা.নাছরিন পারভিন বলেন,এ রকম পঞ্চগড় হাসপাতালে এর আগে কখনো হয়নি।শিশুটির দুই মাথা হওয়ায় বের করতে কষ্ট হয়েছে।তবে অপারেশন ভালভাবে সম্পন্ন হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু ডা.আবু সায়েম বলেন,শিশুটির দুইটি মাথা নাক, কান, মুখ, চোখ স্বাভাবিক সবকিছু আছে।তবে একটি পেট, দুইটি হাত,দুইটি পা রয়েছে।পরীক্ষা করে দেখেছি দুই পাশেই হার্ড রয়েছে।শিশুটি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের শিশু বিভাগের স্ক্যানু ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

বিএনপি প্রতিষ্ঠা না হলে দেশে গণতন্ত্র ফিরে আসতনা-নকলায় বিএনপি নেতা ইলিয়াস

পঞ্চগড়ে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম

প্রকাশিত ০৩:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম হওয়ায় আধঘন্টা পরে মৃত্যু হয়েছে। এই প্রথম পঞ্চগড়ে দুই মাথা সহ শিশুর জন্ম খবরে এলাকার বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৩ মে) পঞ্চগড় সদর হাসপাতালে উপজেলার অমরখানা ইউনিয়নের মাজেদুল ইসলামের স্ত্রী সুরভি আক্তার দুই মাথা বিশিষ্ট শিশুটির অস্ত্র পাচারের মাধ্যমে জন্ম দেন। শিশুটির সংকটাপন্ন অবস্থায় থাকায় স্ক্যানো বিভাগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে রাখা অবস্থায় মৃত্যু হয়েছে।এর আগে সুরভি আক্তারে প্রসব বেদনা উঠলে ১০ মে আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন।

শিশুটির নিকট আত্মীয়রা জানায়,আমরা আগে আল্ট্রাসনোগ্রাম করেছিলাম, ডাক্তার জানিয়েছেন দুইটি শিশু আছে।অপারেশন করে দেখতেছি শিশু একটি কিন্তু মাথা দুইটা।

হাসপাতালের সহকারী সার্জন ডা.নাছরিন পারভিন বলেন,এ রকম পঞ্চগড় হাসপাতালে এর আগে কখনো হয়নি।শিশুটির দুই মাথা হওয়ায় বের করতে কষ্ট হয়েছে।তবে অপারেশন ভালভাবে সম্পন্ন হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু ডা.আবু সায়েম বলেন,শিশুটির দুইটি মাথা নাক, কান, মুখ, চোখ স্বাভাবিক সবকিছু আছে।তবে একটি পেট, দুইটি হাত,দুইটি পা রয়েছে।পরীক্ষা করে দেখেছি দুই পাশেই হার্ড রয়েছে।শিশুটি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের শিশু বিভাগের স্ক্যানু ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়।
স্বদেশ বিচিত্রা/এআর