গাজী আব্দুল আলীম।
বিশেষ প্রতিনিধি
দৈনিক স্বদেশ বিচিত্রা
নোয়াপাড়া শিল্প ও বানিজ্য এলাকার প্রধান সড়ক টি দীর্ঘ দিন যাবত রাস্তা খননের কার্যক্রম চলমান থাকায় খুলনা থেকে নোয়াপাড়া হয়ে ঢাকা গামী প্রধান সড়কটি যানবাহন চলাচল ও জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন হচ্ছে।এ প্রধান সড়ক দিয়ে প্রতিদিন শত শত গাড়ী বিভিন্ন জেলা শহরে প্রবেশ করেন।
প্রতক্ষ্যদর্শীরা ও স্থানীয় জনসাধারণ জানান রাস্তাটি নতুন ভাবে অনেক উঁচু ও দুধারে আরো প্রশস্থ করার কারণে খনন প্রক্রিয়া শুরু করায় এবং রাস্তার দূপাশে মাটি ফেলার কারনে সকল প্রকার যানবাহন,লরী, ট্রাক, খুলনা জেলা থেকে ঢাকা গামী বাস রাস্তা দিয়ে চলাফেরা ঝুঁকিপূর্ণ। খনন এরিয়া অতিক্রম করার সময় প্রায় সময়ই দূর্ঘটনায় শিকার হচ্ছে।
এর থেকে পরিত্রাণের জন্য উক্ত কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান কে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর থেকে কড়াভাবে তাগিদ দিয়ে যত দ্রুত কাজ টি শেষ করার নির্দেশ দেওয়া উচিত বলে মনে করছেন ভূক্তভোগী এলাকায় বসাবাস রত সকল অধিবাসী গন।তারা অতিদ্রুত রাস্তাটি সংস্কার পূর্বক চলাচল উপযোগী করার জন্য স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের সহায়তা কামনা করেছেন।