মোহাম্মদ সফিকুজ্জামান সীমু
বিশেষ প্রতিনিধি
নোয়াখালী জেলা।
আজ ৬ জুলাই রক্তাক্ত দিবসের সেনবাগ সদরে আজকে ঐতিহাসিক মিছিল ও সমাবেশ পালিত হয় । দলের সকল নেতা কর্মী সহ উপস্থিত সকল ইউপি সভাপতি সম্পাদক ( সাবেক) সকল
সহযোগী সংগঠন এর সভাপতি সম্পাদক সহ নেতা কর্মীদের কে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ । দুর্যোগ আবহাওয়া শর্তেও হাজার হাজার নেতা কর্মীদের উপস্তিত নিছিল ও সমাবেশকে সার্থক করে তুলেছেন। বিশেষ করে মোকতার হোসেন, আবদুল্লাহ আল মামুন , আব্দুল হান্নান লিটন, আমিন উল্লাহ, মিয়া মোঃ ইলিয়াছ,
ফারুক ,শহীদ , হুমায়ূন আহমেদ হুমু , সাহাবউদ্দিন রাশেল, মোকারম হোসেন,জাফর আহমেদ , স্বপন , ইমরান, সানাউল্ল্যাহ সহ অনেকেই ৭ দিন ধরে পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় হুইপ জয়নুল আবেদীন ফারুক । আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।