১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমা ঘোষ মণিকা

নিজের ঘরে নিজেই বন্দি

  • প্রকাশিত ০১:১৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১০ বার দেখা হয়েছে

মাথার ভেতর গুটিয়ে যায় পা,
দোর গড়ায় পৌঁছুতে পারি না।
সমুদ্র এসে শিস দিয়ে যায়, পা ভিজে না, মাথার ভেতর গুটিয়ে আছে পা।
ক্রিং ক্রিং শব্দ তুলে, ফোন বাজে রাত- দুপুরে,
হাঁটতে গেলেই মনে পড়ে,
পা কামড়েছে ডাল- কুকুরে।
মাথার ভেতর গুটিয়ে গেছে পা,
ফুল ফুটেছে কলতলাতে, তবুও তারে ছুঁতে পারি না।
বালিহাঁসের দুটি ডিম, পড়ে আছে উঠোন কোণে,
জালালী কইতর পোষ মানে না।
নিজের ঘরে নিজেই বন্দি,
মাথার ভেতর গুটিয়ে আছে পা।

Tag :
জনপ্রিয়

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবিতে

সোমা ঘোষ মণিকা

নিজের ঘরে নিজেই বন্দি

প্রকাশিত ০১:১৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

মাথার ভেতর গুটিয়ে যায় পা,
দোর গড়ায় পৌঁছুতে পারি না।
সমুদ্র এসে শিস দিয়ে যায়, পা ভিজে না, মাথার ভেতর গুটিয়ে আছে পা।
ক্রিং ক্রিং শব্দ তুলে, ফোন বাজে রাত- দুপুরে,
হাঁটতে গেলেই মনে পড়ে,
পা কামড়েছে ডাল- কুকুরে।
মাথার ভেতর গুটিয়ে গেছে পা,
ফুল ফুটেছে কলতলাতে, তবুও তারে ছুঁতে পারি না।
বালিহাঁসের দুটি ডিম, পড়ে আছে উঠোন কোণে,
জালালী কইতর পোষ মানে না।
নিজের ঘরে নিজেই বন্দি,
মাথার ভেতর গুটিয়ে আছে পা।