স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তাকে হত্যা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ওসি মো. এমদাদুল হক।
নিহত আমির হোসেন সরকার (৩০) উপজেলার আলোকবালী ইউনিয়নের আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। তিনি আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
নিহতের ভাই রাব্বি মিয়া জানান, গত বছরের ৫ আগস্ট থেকে এলাকা ছাড়া ছিলেন আমির হোসেন। প্রবাস ফেরত ভাইকে দেখতে বাড়ি ফেরেন তিনি। আজ কয়েকজন লোক দেশি অস্ত্র দিয়ে আমির হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে। স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্পিডবোটে করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নরসিংদী সদর থানার ওসি মো. এমদাদুল হক বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শুরু হয়েছে। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।”
স্বদেশ বিচিত্রা/এআর