০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রাহ্মণবাড়িয়া,নবীনগর উপজেলা প্রতিনিধি:

নবীনগরে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

  • প্রকাশিত ০৭:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রাধিকা-নবীনগর সড়কে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার কনিকাড়া গ্রামের কবরস্থানের পাশে।

নিহত ব্যক্তি হলেন উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা আক্তার খন্দকার (৬৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে তার অসুস্থ স্ত্রীকে ভর্তি করে নবীনগরে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেল এবং নবীনগরমুখী একটি সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আক্তার খন্দকার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থায় চারজনকে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাধিকা সড়কে একটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও সিএনজিকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাধিকা-নবীনগর সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও পর্যাপ্ত সড়ক নিরাপত্তার অভাবে দুর্ঘটনার হার দিন দিন বাড়ছে।

Tag :
জনপ্রিয়

দেশে খাদ্য নিয়ে কোনো শঙ্কা নেই: খাদ্য ও ভূমি মন্ত্রনালয়ের-উপদেষ্টা আলী ইমাম মজুমদার

ব্রাহ্মণবাড়িয়া,নবীনগর উপজেলা প্রতিনিধি:

নবীনগরে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

প্রকাশিত ০৭:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রাধিকা-নবীনগর সড়কে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার কনিকাড়া গ্রামের কবরস্থানের পাশে।

নিহত ব্যক্তি হলেন উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা আক্তার খন্দকার (৬৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে তার অসুস্থ স্ত্রীকে ভর্তি করে নবীনগরে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেল এবং নবীনগরমুখী একটি সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আক্তার খন্দকার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থায় চারজনকে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাধিকা সড়কে একটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও সিএনজিকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাধিকা-নবীনগর সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও পর্যাপ্ত সড়ক নিরাপত্তার অভাবে দুর্ঘটনার হার দিন দিন বাড়ছে।