“নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ”
এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও পটুয়াখালী পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি এর উদ্যোগে পটুয়াখালীর পার্শ্ববর্তী লোহালিয়া ও লাউকাঠী নদীকে দূষনমুক্ত করতে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করছেন। এই পরিছন্ন কাজে তার সাথে আছেন পটুয়াখালী জেলা, উপজেলা ও পটুয়াখালী পৌর যুবদলের তার সহযোদ্ধারা। সাবেক এই কমিশনার বলেন পটুয়াখালীর নদীতে উচ্ছিষ্ট ময়লা আবর্জনা ফেলে নদীর পানি দূষিত করা হচ্ছে এবং রাস্তা ও খেয়াঘাটের আশেপাশে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে। সাবেক এই কমিশনার বলেন তাদের এই পরিস্কার পরিচ্ছন্নতার কাজে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পটুয়াখালী -১ আসন থেকে নির্বাচিত সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। কেন্দ্রীয় এই নেতারা আরও বলেন তোমরা যে যেখানেই থাকো যেভাবেই থাকো সামাজিক কাজে অংশগ্রহণ করবে তবেই তোমাদের রাজনৈতিক কর্মকাণ্ড ফুটে উঠবে। কেন্দ্রীয় এই নেতাদের নির্দেশনা অনুযায়ী তারা সামাজিক কাজ করার জন্য এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছেন। যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি বলেন যেখানেই সমস্যা হবে সেখানেই যুবদল এগিয়ে যাবে দুর্বার গতিতে। সাবেক কমিশনার ও যুবনেতা এই কার্যক্রম থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নৌ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন সারা বাংলাদেশে যেভাবে ভূমি-দস্যুরা অবৈধভাবে নদী দখল করে আছে সেদিকে জোরালো পদক্ষেপ নেয়ার জন্য আহবান জানান। এ পরিষ্কার পরিছন্ন অভিযান চলবে আজ ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে ১ মাস ব্যাপি।
০১:০০ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
মো: আব্দুর রশিদ পটুয়াখালী। পটুয়াখালী জেলা প্রতিনিধি।
“নদী বাঁচলে বাঁচবে দেশ”
Tag :
জনপ্রিয়