বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস বলেছেন, নতুন সোনার বাংলাদেশ গড়তে হলে কম্পিউটার প্রশিক্ষণের কোন বিকল্প নেই। এ প্রশিক্ষণ বাস্তব জীবনে কাজে লাগিয়ে যেমন নিজেদের কর্মসংস্থান সৃষ্টি হবে তেমনি অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) রংপুর নগরীর মাহিগঞ্জ জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে রংপুর বিভাগের ২৫ জন তরুণ শিক্ষিত ভিডিপি সদস্যদের ৭০ দিন মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং) সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপমহাপরিচালক আরও বলেন ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা ক্ষেত্রে কর্মসংস্থানের মাধ্যমে নিজেদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে ধাপে ধাপে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি।
উত্তরজনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের মহা দিগন্তকারী এই প্রশিক্ষণ কোর্স অত্র রেঞ্জে চালু করার জন্য বাহিনীর মহাপরিচালকে আন্তরিক ধণ্যবাদ জ্ঞাপন করেন।
দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের অপর সম্ভাবনাময়ী এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে অবদান রাখার জন্য প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করেন উপমহাপরিচালক।
উক্ত প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্কেল অ্যাডজুটেন্ট মো: সাইদুল ইসলাম প্রশিক্ষণার্থী আব্দুস সালাম আদি এসময় উপস্থিত ছিলেন সহকারি পরিচালক মো: ফারুক হোসেন সহ প্রশিক্ষণ কোর্সের সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্য গণ। প্রশিক্ষণে ৩ জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এই কম্পিউটার প্রশিক্ষণে বহিরাগত প্রশিক্ষক হিসাবে ছিলেন মো: ফিহাদ হোসেন।