অনামিকা ধর / অংকিতা ধর : প্রোব-রিজুভা ওয়েলনেস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার স্বাস্থ্যসেবা প্রদানে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে রোগ নির্ণয় এবং চিকিৎসার ব্যাপারে নতুন এক মানদণ্ড প্রতিষ্ঠা করেছে। বিশেষজ্ঞ চিকিৎসক এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে রোগীদের জন্য নানা ধরনের সেবা প্রদান করা হচ্ছে। এই সেবা প্রাপ্তির জন্য বর্তমানে বিশেষ ছাড়ও চালু রয়েছে।
ডায়াগনস্টিক সার্ভিসে ৩০% ছাড়
আগামী ১৬/১১/২০২৪ইং থেকে শুরু হওয়া এ অফারে, শনিবার সকাল ১০:০০ থেকে বিকেল ৩:০০ পর্যন্ত বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য প্যাথলজি টেস্টে ৩০% পর্যন্ত ছাড় পাবেন। এতে রোগীরা আরও সাশ্রয়ী খরচে রোগ নির্ণয় সেবা গ্রহণ করতে পারবেন।
কনসালটেশন সার্ভিস
এই কেন্দ্রে বিভিন্ন ধরনের কনসালটেশন সেবা অন্তর্ভুক্ত রয়েছে:
মেডিসিন বিশেষজ্ঞ: সঠিক চিকিৎসার পরামর্শ।
সার্জারি বিশেষজ্ঞ: অপারেশন ও শল্যচিকিৎসার পরামর্শ।
পুরুষ যৌন সুস্থতা বিশেষজ্ঞ: স্বাস্থ্যকর যৌন জীবন নিশ্চিতকরণ।
পুষ্টি / ওজন ব্যবস্থাপনা: স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য ওজন ও পুষ্টি সংক্রান্ত পরামর্শ।
ফিজিওথেরাপি বিশেষজ্ঞ: বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে ফিজিওথেরাপি।
অর্থোপেডিক বিশেষজ্ঞ: হাড় ও জয়েন্ট সংক্রান্ত সমস্যার সমাধান।
হোমিও ট্রিটমেন্ট: প্রাকৃতিক উপায়ে চিকিৎসা সেবা।
বার্ধক্য প্রতিরোধ: বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার প্রতিরোধে সেবা।
প্লাস্টিক এবং পুনর্গঠন সার্জারি: শারীরিক গঠন পরিবর্তন বা পুনর্গঠনে বিশেষ সেবা।
ছুরক উদ্বেলতা ও চুল পড়ার চিকিৎসা: ত্বক ও চুল সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান।
প্রোব-রিজুভা ওয়েলনেস তাদের সেবা নিয়ে রোগীদের পাশে থাকার অঙ্গীকার করছে। আধুনিক চিকিৎসা এবং বিশেষজ্ঞদের সেবায় তারা রোগীদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে।
২য় তলা (পূর্ব দিকে), ১/১-এ ও ১/১-বি, আদাবর বাজার রোড ( শম্পা মার্কেটের কাছে ) শ্যামলী রিং রোড, ঢাকা-১২০৭
01733380875, Telemedicine: 09638559988 www.rejuvawc.com, www.probecro.com