১৬/০৪/২০২৫
“নতুনে পুরাতন”
অরবিন্দ সরকার
আন্তর্জাতিক স্বভাব কবি
বহরমপুর,মুর্শিদাবাদ।
নতুন বছরে পদার্পণ,পুরাতনটা ফেলে,
ডি,এ মামলা আদালতে, রইলো ঝুলে,
পুরোনো থেকেই গেলো,
নতুন ঢুকে, সাথী হলো,
পঁচাত্তর পঁচিশ ভাগ,মায়ে পোয়ে খেলে।
ধর্ষিতার বিচারে বাপ্ মা নিরাশায় দোলে,
তদন্তের গাফিলতি,তথ্য লোপাট নির্মূলে,
দোষী পুরষ্কার পেলো,
দ্রুত পদোন্নতি ঘটলো,
নির্লজ্জ প্রশাসন,তড়িঘড়ি চিতায় তোলে।
নেতারা ঘুষ নিয়ে, কলাগাছ আঙ্গুল ফুলে,
পুরাতন বিদায় হোক, পিঠের চামড়া তুলে,
শিক্ষক লাথি খেলো,
হকের চাকুরী কেলো,
অনুপ্রেরণার রানী,আমতা মুখ-ধরা পড়লে?
স্বৈরাচারী শাসন জারি,মুখোশ গেছে খুলে,
যে গরু মল খায়, সে কখনো যায় না ভুলে,
তাঁর পূর্ণ কলা ষোলো,
হোক গদি এলেমেলো,
জাতের খেলায় মৌচাকে ঢিল,যন্ত্রণা হুলে।
—————————