নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ীতে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে।
সর জমিনে গিয়ে বাদী রমজান আলির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বাপ-দাদার আমল থেকে এই জমি ভোগ দখল করে আসছি। হঠাৎ করে আমার প্রতিবেশী হাসাইগাড়ী গ্রামের মৃত লাইবুল্লার ছেলে মোঃ আব্দুল জব্বার সহ সাত জন আমার নামের রেকর্ডীয় সম্পত্তি যার মৌজা হাসাইগাড়ী আর এস খতিয়ান নাম্বার ১৬৯ দাগ ১৮৮ রকম ধানী যার জমির পরিমাণ ৪৮ শতাংশ জবরদখলের চেষ্টা করে। আমি বাধা দিলে বিভিন্ন ধরনের ভয় ভীতি ও হুমকি প্রদান করে। আমি নিরুপায় হয়ে গত ২১/১০/২০২৪ তারিখে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করি যার নাম্বার, ৭০৯মিস/২০২৪ (নওগাঁ)। বিজ্ঞ আদালত মামলার শুনানি অন্তে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেন কিন্তু আব্দুল জব্বার সহ সাত জন এই আদেশ অমান্য করে জমি জবর দখলের চেষ্টা করে। এছাড়াও সরজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সহকারী কমিশনার ভূমি নওগাঁ সদরকে আদেশ দেয় এবং দ্বিতীয় পক্ষকে শোকজ করে।
বিষয়টি নিয়ে একাধিক এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, এ জমিতে আগে এক সময় পুকুর ছিল সে পুকুরও রমজান আলী দখল করে খেত। পর্যায়ক্রমে এক সময় এ পুকুর ভরাট করে যখন স্থাপনা নির্মাণের জন্য কাজ শুরু করতেই লাইবুল্লার ছেলে জব্বার সহ কয়েকজন হঠাৎ করে এসে এই জমি তাদের বলে দাবি করে এবং দখলের চেষ্টা করে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল জব্বার এর সাথে কথা বললে তিনি বলেন, এই সম্পত্তিটা এজমালী সম্পত্তি আমরা সে মূলেই আমাদের অংশ বুঝে নিতে জমিতে গিয়েছিলাম।
এ বিষয়ে বাদী রমজান আলির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সকল সম্পত্তি প্রায় এজমালি। আমরা সে মূলেই যার যার অংশ বাপ-দাদার আমল থেকে ভোগ দখল করে আসছি। সবার অংশ বিভিন্ন দাগে বুঝে দেওয়া হয়েছে। কারো অংশ কমবেশি নেই। আমি ও আমার পরিবারসহ বিষয়টি নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি আবার নিরাপত্তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা চাই।
০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁর হাসাইগাড়ী ইউনিয়নে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
Tag :
জনপ্রিয়