০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
অরুপ কুমার দে অপু :

ধ্রুপদী প্রেম আধুনিক বাংলা গানের কণ্ঠশিল্পী নবারুণ বিশ্বাসের নতুন গান রিলিজ

  • প্রকাশিত ০৫:৪৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৩১১ বার দেখা হয়েছে

আ লো ধা রা’ রেকর্ডিং স্টুডিওতে রের্কড করা গানটির সঙ্গীতায়োজনে আছেন অশোক চৌধুরী, ভিডিও এডিটিং এ ছিলেন প্রনয় বিশ্বাস। গানটি গত ২৮ জুন শিল্পীর ফেইসবুক পেইজে ও ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। আশাকরি গানটি সবার ভালো লাগবে।

উল্লেখ্য যে, পটিয়া থানাধীন মুজাফরাবাদ গ্রামের কৃতি সন্তান নবারুণ বিশ্বাস শিল্পীর পাশাপাশি একজন বিশিষ্ট গুণী গীতিকবি ও সুরকার। তাঁর লেখা ও সুর করা উল্লেখযোগ্য কিছু গানের মধ্যে আছে ‘যে সুখে তুমি, রাইকিশোরী, হিয়া কাঁপে থরথর, মাগো আর কতকাল,উলুধ্বনি দে,বাঁশরী তুলেছে রণন, চাঁপা ফুলের গন্ধ,শোনায় নতুন প্রেমবাণী, গুরুর নামে ভাসাও তরী ইত্যাদি।

Tag :
জনপ্রিয়

তারেক রহমান যেন দেশের প্রধানমন্ত্রী হতে না পারে, সে জন্য ষড়যন্ত্র করছে জামায়াত

অরুপ কুমার দে অপু :

ধ্রুপদী প্রেম আধুনিক বাংলা গানের কণ্ঠশিল্পী নবারুণ বিশ্বাসের নতুন গান রিলিজ

প্রকাশিত ০৫:৪৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

আ লো ধা রা’ রেকর্ডিং স্টুডিওতে রের্কড করা গানটির সঙ্গীতায়োজনে আছেন অশোক চৌধুরী, ভিডিও এডিটিং এ ছিলেন প্রনয় বিশ্বাস। গানটি গত ২৮ জুন শিল্পীর ফেইসবুক পেইজে ও ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। আশাকরি গানটি সবার ভালো লাগবে।

উল্লেখ্য যে, পটিয়া থানাধীন মুজাফরাবাদ গ্রামের কৃতি সন্তান নবারুণ বিশ্বাস শিল্পীর পাশাপাশি একজন বিশিষ্ট গুণী গীতিকবি ও সুরকার। তাঁর লেখা ও সুর করা উল্লেখযোগ্য কিছু গানের মধ্যে আছে ‘যে সুখে তুমি, রাইকিশোরী, হিয়া কাঁপে থরথর, মাগো আর কতকাল,উলুধ্বনি দে,বাঁশরী তুলেছে রণন, চাঁপা ফুলের গন্ধ,শোনায় নতুন প্রেমবাণী, গুরুর নামে ভাসাও তরী ইত্যাদি।