ঢাকা আইনজীবী সমিতির ভিআইপি মিলনায়তনে0 রবিবার (৩১ আগস্ট ২০২৫) “আইনের শাসন সুপ্রতিষ্ঠায় আইনজীবীদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন হাজী মোঃ মাসুক মিয়া, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ খোরশেদ মিয়া আলম, সভাপতি, ঢাকা আইনজীবী সমিতি ও সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
প্রধান বক্তা ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতি।
সভাপতিত্ব করেন কবি অশোক ধর, সম্পাদক ও প্রকাশক, দৈনিক স্বদেশ বিচিত্রা।
আলোচকরা বলেন, দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিসীম। জনগণের অধিকার রক্ষায় এবং আইনের শাসন কার্যকর করতে হলে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন, সাংবাদিক সমাজই জাতির দর্পণ। সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করেন, সমাজের অনিয়ম তুলে ধরেন। তাদের লেখনী ও অনুসন্ধান ন্যায়বিচার প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখে। আইনজীবী ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানটি আয়োজন করে দৈনিক স্বদেশ বিচিত্রা।
সভার শেষাংশে অতিথিরা আইনজীবীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করেন।