বিগত ৪ জুলাই ২০২৫ইং বিকাল চার ঘটিকায় ঢাকাস্হ দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাপ্তাহিক কালধারা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো অফিস আনন্দ মুখর পরিবেশে উদ্ধোধন হয়।
উদ্ধোধন করেন দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাপ্তাহিক কালধারা পত্রিকার সম্পাদক এবং প্রকাশক কবি অশোক ধর মহোদয়। তিনি বলেন সাংবাদিক পেশা প্রথমত খুবই ঝুঁকিপূর্ণ পেশা, দায়িত্ব শীল পেশা, সাহসীদের পেশা এবং দেশপ্রেমিকদের পেশা। কারণ সাংবাদিকতায় ঝুঁকি নিয়ে অসত্যের বিরুদ্ধে দায়িত্বশীলতায় সাহসীকতায় দেশ ও জনগনের কথা তুলে আনতে হয়। উপস্থিত সাংবাদিকদের অনুপ্রেরণা মূলক এবং দিক নির্দেশনা মূলক বক্তব্যে অনুষ্ঠান এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি করে।
সম্পাদক কবি অশোক ধর প্রথমে এসেই বীর প্রসবিনী চট্টগ্রামের সুপ্রাচীন এলাকা বাদুড়তলায় অবস্থিত চমৎকার করে সাজানো চট্টগ্রাম ব্যুরো অফিসের ফিতা কেটে বিপুল সাংবাদিকদের উপস্থিতিতে করতালি মুখরতায় দ্বার উন্মোচন করেন।
দ্বিতীয় পর্বে দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাপ্তাহিক কালধারা পত্রিকার সহযোগী সম্পাদক লিটন দাশ শিবু মহোদয়ের সভাপতিত্বে এবং সবুজ ভদ্র অরণ্যের প্রাণবন্ত উপস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার উদ্ধোধনী বক্তব্য রাখেন স্বদেশ বিচিত্রা ও সাপ্তাহিক কালধারা পত্রিকার সাহিত্য বিষয়ক সম্পাদক কবি ও গীতিকার অরূপ কুমার বড়ুয়া।
সভায় ঢাকা থেকে আগত এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিক সহ ফেণী, লালমনিরহাটের সাংবাদিকগন উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহন করেন স্বদেশ বিচিত্রার বিশেষ প্রতিনিধি ইউসুফ ভূঁইয়া লালমনিরহাট প্রতিনিধি মোঃশফিজুর রহমান জি এস বাবু, সহ সম্পাদক মৃনাল কান্তি দেবনাথ, সহ সম্পাদক রাখাল চন্দ্র পাল চট্টগ্রাম ব্যুরো প্রধান অনিন্দ্য নয়ন শীল, মোঃ মাহবুবুল আলম, জেসমিন জুঁই, মোঃ জাহাঙ্গীর আলম, এ্যাড সুব্রত শীল রাজু, পীরজাদা এস এম ফিরোজ প্রমুখ।
বিভিন্ন উপজেলা প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শিপন হোসেন, মোঃ আমজাদ হোসেন, সুমন চৌধুরী, মেনন চন্দ্র দাশ, শাহেদ চৌধুরী, মোঃ আমিনুল ইসলাম, চয়ন পাল, রাজীব ধর, ইরফানুল হক, সঞ্জয় শীল, শহীদুল ইসলাম এবং স্বদেশ বিচিত্রার ষ্টাফ ফটোগ্রাফার অভিজিৎ তালুকদার।
চমৎকার আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।