দুষ্টু খুকু
নার্গিস আক্তার
খুকু অনেক দুষ্টু মেয়ে
মিষ্টি করে কথা কয়
সবাই তাকে ভালোবাসে
আদর করে কথা কয় ।
খেলনা নিয়ে করে খেলা
পুতুল দেয় বিয়ে
মায়ের ডাকে দেয় না সারা
ধরবে সে এখন টিয়ে।
খুকু ডাকে আয় আয় টিয়ে
পুতুলের আজ বিয়ে
টিয়ে এলো নায়ে করে
খাব পুতুলের বিয়ে।
বর এলো খরগোশের পিঠে
রাঙা শাড়ি নিয়ে
পুতুল যাবে শ্বশুর বাড়ি
চোখের পানি দিয়ে।