খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ সার্জেন্ট রাশেদ ও এটিএসআই আলিম তেমনি দুই জন দায়িত্বশীল মানুষ। আজ তার ডিউটি চলাকালে আবু তাহের মির্জা নামক একজন পথচারীর খোয়া যাওয়া ১৬,৫০০/- টাকাসহ মানিব্যাগ খুঁজে পেয়ে উক্ত ব্যক্তিকে খুঁজে বের করে তার হাতে তার আমানত ফিরিয়ে দেন। হারানো টাকা ফিরে পেয়ে টাকার মালিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান ডুমুরিয়ার উলাপাড়া নামক স্থান থেকে অটোরিকশায় চেপে তিনি গল্লামারী বাজার আসেন। নেমে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই তার মানিব্যাগটি আর খুঁজে পাননি। ওপরদিকে গল্লামারী এলাকায় ডিউটিরত ট্রাফিক পুলিশ মানিব্যাগটি খুঁজে পেয়ে ভেতরে থাকা ভিজিটিং কার্ডের নম্বর দেখে ফোন করে প্রকৃত মালিককে খুঁজে বের করে মানিব্যাগটি হস্তান্তর করেন।
ট্রাফিক পুলিশের এমন সততা আর পেশাদারিত্বের পরিচয় পেয়ে মানিব্যাগের মালিক ভূয়ষী প্রশংসা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ জনগণের সেবায় সদা সর্বদা তৎপর।