১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
তানজিম ইসলাম :

দুর্নীতিবাজ নকল নবীশ রাসেল আইজি আরের দপ্তরের অভিযোগ হওয়ার পরেও বহাল তবিয়্যতে

  • প্রকাশিত ০৫:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

শীর্ষ দুর্নীতিবাজ খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসের নকল নবীশ রাসেল দুর্নীতি দিনে দিনে বেড়ে চলছে
আইজি আর ও সাব রেজিস্ট্রারকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ক্ষমতা অপব্যবহার করে খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসে চালাছে তার অবৈধ কর্মকান্ড এতে এতে অতিষ্ঠ হয়ে পড়েছে খিলগাঁও সাব রেজিস্ট্রির অফিসের আসা ক্রেতা বিক্রতার ও কর্মচারীরা

নকল নবীশ রাসেল তার সিন্ডিকেটের মাধ্যমে খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসকে এক কোন ঠাসা করে রেখেছে তার সিন্ডিকেট মাধ্যমে টাকা দিলে ভূমি অফিসের কোন কাগজ বাকি থাকলে চোখের পলকে সমাধান করে ফেলে তারা বিনিময়ে নেন বকশিশ যার আরেক নাম ঘুষ (অবশ্য সাব রেজিস্ট্রি অফিসে ঘুষের আরেক নাম বকশিশ ) যেমন নামজারি, খতিয়ান, ডিসিআর, খাজনার রসিদ কিংবা ভূমি অফিসের রেকর্ডপত্র সবই হয়ে যাবে সেকেন্ডের ভিতর শুধু তাই নয় জমির কাগজে ভিটা জমিকে নালে পরিবর্তন করাও এ যেন মেঘ না চাইতে বৃষ্টির মত

এই নকল নবীশ রাসেল বড় বড় হাউজিং ও বিল্ডার্স কোম্পানির লোক দলিল করতে আসলে তার সিন্ডিকেটের লোকজন তার কাছে নিয়ে যায় তখন তিনি এদেরর কাছ থেকে মোটা অংকের ঘুষ নিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তাদের দলিল রেজিস্ট্রি করান এতে করে সরকার লাখ লাখ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে আর এদিকে দুর্নীতিবাজ রাসেল করছেন তার পকেট ভাড়ি, নাম না বলা খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসের এক কর্মচারীর দেওয়া কিছু দলিল নং ২৩০৬, ২৩০৭,২৩২০ এই দলিল গুলো তদন্ত করলে সরকার কি পরিমান রাজস্ব বঞ্চিত হচ্ছে তা উন্মোচন হবে

এই নকল নবীশ রাসেল শুধু খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসে নয় তিনি তেজগাঁও রেজিষ্ট্রেশন কমপ্লেক্স প্রায় অফিসে তার সিন্ডিকেটের মাধ্যমে বড় বড় দলিল ধরে বাগিয়ে নেয় মোটা অংকের ঘুষ তার সিন্ডিকেট রয়েছে অসাধু দলিল লেখক, উমেদার, ও কিছু দালাল চক্রের লোকজন যাদের মাধ্যমে তিনি সহজে কাজ গুলো করে থাকেন এই ভাবে আর কত দিন চলবে এই দুর্নীবাজ নকল নবীশ রাসেলের অবৈধ কর্মকাণ্ড

নকল নবীশ রাসেলের বিষয়ে আরও অনুসন্ধানে জন্য আগামী পর্ব 🙁 ৪) উপদেষ্টা, আইজি আর, ও ঢাকা জেলা রেজিস্ট্রার সহ অনেকর বক্তব্য নিয়ে আসছে দৈনিক স্বদেশ বিচিত্রা।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

তানজিম ইসলাম :

দুর্নীতিবাজ নকল নবীশ রাসেল আইজি আরের দপ্তরের অভিযোগ হওয়ার পরেও বহাল তবিয়্যতে

প্রকাশিত ০৫:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

শীর্ষ দুর্নীতিবাজ খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসের নকল নবীশ রাসেল দুর্নীতি দিনে দিনে বেড়ে চলছে
আইজি আর ও সাব রেজিস্ট্রারকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ক্ষমতা অপব্যবহার করে খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসে চালাছে তার অবৈধ কর্মকান্ড এতে এতে অতিষ্ঠ হয়ে পড়েছে খিলগাঁও সাব রেজিস্ট্রির অফিসের আসা ক্রেতা বিক্রতার ও কর্মচারীরা

নকল নবীশ রাসেল তার সিন্ডিকেটের মাধ্যমে খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসকে এক কোন ঠাসা করে রেখেছে তার সিন্ডিকেট মাধ্যমে টাকা দিলে ভূমি অফিসের কোন কাগজ বাকি থাকলে চোখের পলকে সমাধান করে ফেলে তারা বিনিময়ে নেন বকশিশ যার আরেক নাম ঘুষ (অবশ্য সাব রেজিস্ট্রি অফিসে ঘুষের আরেক নাম বকশিশ ) যেমন নামজারি, খতিয়ান, ডিসিআর, খাজনার রসিদ কিংবা ভূমি অফিসের রেকর্ডপত্র সবই হয়ে যাবে সেকেন্ডের ভিতর শুধু তাই নয় জমির কাগজে ভিটা জমিকে নালে পরিবর্তন করাও এ যেন মেঘ না চাইতে বৃষ্টির মত

এই নকল নবীশ রাসেল বড় বড় হাউজিং ও বিল্ডার্স কোম্পানির লোক দলিল করতে আসলে তার সিন্ডিকেটের লোকজন তার কাছে নিয়ে যায় তখন তিনি এদেরর কাছ থেকে মোটা অংকের ঘুষ নিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তাদের দলিল রেজিস্ট্রি করান এতে করে সরকার লাখ লাখ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে আর এদিকে দুর্নীতিবাজ রাসেল করছেন তার পকেট ভাড়ি, নাম না বলা খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসের এক কর্মচারীর দেওয়া কিছু দলিল নং ২৩০৬, ২৩০৭,২৩২০ এই দলিল গুলো তদন্ত করলে সরকার কি পরিমান রাজস্ব বঞ্চিত হচ্ছে তা উন্মোচন হবে

এই নকল নবীশ রাসেল শুধু খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসে নয় তিনি তেজগাঁও রেজিষ্ট্রেশন কমপ্লেক্স প্রায় অফিসে তার সিন্ডিকেটের মাধ্যমে বড় বড় দলিল ধরে বাগিয়ে নেয় মোটা অংকের ঘুষ তার সিন্ডিকেট রয়েছে অসাধু দলিল লেখক, উমেদার, ও কিছু দালাল চক্রের লোকজন যাদের মাধ্যমে তিনি সহজে কাজ গুলো করে থাকেন এই ভাবে আর কত দিন চলবে এই দুর্নীবাজ নকল নবীশ রাসেলের অবৈধ কর্মকাণ্ড

নকল নবীশ রাসেলের বিষয়ে আরও অনুসন্ধানে জন্য আগামী পর্ব 🙁 ৪) উপদেষ্টা, আইজি আর, ও ঢাকা জেলা রেজিস্ট্রার সহ অনেকর বক্তব্য নিয়ে আসছে দৈনিক স্বদেশ বিচিত্রা।