শুক্রবার, ২ মে ২০২৫ বিকাল ৫টায় ঢাকার পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হলো কবি ও কথাসাহিত্যিক জামিল জাহাঙ্গীর-এর গল্পগ্রন্থ ‘জলের জঙ্গল’ এবং কবি বেলাল ফরাজির কাব্যগ্রন্থ ‘যে পোড়ায় সে পোড়ে না’ এর যৌথ প্রকাশনা অনুষ্ঠান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক আবু সাঈদ জুবেরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি আলমগীর রেজা চৌধুরী, কবি নুরুল মান্নান চৌধুরী এবং সুজন ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী জিয়া শামস।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক প্রত্যয় জসীম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কবি বদরুল হায়দার, যিনি একই সঙ্গে প্রকাশক ও সম্পাদক হিসেবেও পরিচিত। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কবি ও সাংস্কৃতিক সংগঠক অভিলাষ দাস।
অনুষ্ঠানটি আয়োজন করে সাহিত্য সংগঠন ‘কবিতাচা – কবি ও কবিতার সঙ্গী’।
গ্রন্থদ্বয়ের প্রকাশনা উপলক্ষে বক্তারা বলেন, “জলের জঙ্গল” আমাদের সমকালীন জীবনের জটিলতা ও ভাঙনের প্রতিচ্ছবি, আর “যে পোড়ায় সে পোড়ে না” আধুনিক বাংলা কবিতার গভীর অভিজ্ঞতার বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে সাহিত্যপ্রেমীদের সরব উপস্থিতি ও অংশগ্রহণে পরিণত হয় এক প্রাণবন্ত সাহিত্য মিলনমেলায়।
মিডিয়া পার্টনার: দৈনিক বাংলাদেশ।
আপনি কি চান এই প্রতিবেদনের জন্য একটি ছবিসহ ডিজিটাল পোস্টারও তৈরি করে দিই?