বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনায় ক্রমাগত পরিক্ষা পেছানোর ফলে ক্ষোভ প্রকাশ করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ৭ কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ,
সরকারি তিতুমীর কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। কলেজগুলোর শিক্ষার্থীদের বরাবরই অভিযোগ যে তারা বিভিন্ন সময়ে পরিক্ষা ও ফল প্রকাশ সহ নানা বিষয় নিয়ে বৈষম্যের শিকার হয়েছে। যার ফলে কিছুদিন আগেও অধিভূক্তি বাতিলের দাবিতে লাগাতার তাদের আন্দোলন চলে। মূলত জুলাই বিপ্লবের কারনে আগস্ট মাসের সম্ভাব্য পরিক্ষাটি স্থগিত হয় এবং পরবর্তীতে নভেম্বরে সে পরিক্ষা শুরু হয়। তবে সবকিছু স্বাভাবিক থাকলেও বিপত্তি ঘটে নতুন রুটিন প্রকাশের পর। গত ২৪ নভেম্বর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ারর্দী কলেজ ভাংচুর করলে দুটি কলেজই ক্ষতিগ্রস্থ হয়। তবে সোহরাওয়ার্দী কলেজে ভয়াবহ তান্ডব চালানোর ফলে কলেজটি ধ্বংসস্তুপে পরিনত হলে কলেজটি পরিক্ষা নেওয়ার অনুপযোগী হয়ে পড়ে। পরিবেশ স্বাভাবিক না থাকায় বাধ্য হয়ে ২৮/১১/২০২৪ এর পরিক্ষাটি স্থগিত করা হয়। কিন্তু পরবর্তীতে নতুন রুটিন প্রকাশের পর দেখা যায় স্থগিত হওয়া পরিক্ষাটি নেওয়া হবে আগামী বছর ১০/২/২০২৫ তারিখে। এতে দীর্ঘ রুটিন ও সেশন জট নিয়ে ক্ষোভে ফেটে পড়ে ৭ কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রশ্ন করলে শিক্ষার্থীরা জানায় , প্রয়োজনে আবার আন্দোলন করবো আমাদের সাথে চলতে থাকা বৈষম্য আমাদের ভবিষ্যত নষ্ট করছে। এসব বৈষম্য আমরা মানবো না বরং ২০২৪ সালের মধ্যেই সকল পরিক্ষা শেষ করতে হবে।
১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি জিনিয়া ঐশ্বর্য
দীর্ঘ রুটিন ও সেশন জট নিয়ে ক্ষিপ্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।
Tag :
জনপ্রিয়