বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১১ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ২২০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩২/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের দক্ষিণ তেতড়া নামক সীমান্তবর্তী এলাকা হতে নায়েব সুবেদার মোঃ মেরাজুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি টহলদল এর প্রচেষ্টায় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের প্রাক্কালে ০২ জন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয় বলে জানাগেছে। আটককৃত ব্যক্তিদেরা
ক। মোঃ রিপন হাসান (২০), পিতাঃ মোঃ আনসারুল ইসলাম, গ্রামঃ হাট পাড়া, পোস্টঃ বৈরচুনা, থানাঃ পীরগঞ্জ, জেলাঃ ঠাকুরগাঁও।
খ। মোঃ আব্দুল আলিম (২৪), পিতাঃ মোঃ আব্দুল খালেক, গ্রামঃ গিলাবাড়ী, পোস্টঃ বৈরচুনা, থানাঃ পীরগঞ্জ, জেলাঃ ঠাকুরগাঁও।
উল্লেখ্য, আটককৃত ব্যক্তিদের দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরমেশ্বরপুর বিওপি ।