ময়মনসিংহের ত্রিশালের পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ১জন নিহত অপর ৭জন আহত হয়েছে। গতকাল রাত ৩টায় ত্রিশাল উপজেলার চাউলাদি নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, প্রতিবেশী রেইজু মিয়া ও তার ছেলে আলমগীর গংরা রাতের অন্ধকারে জমির আইল কাটতে আসে। খোঁজ পেয়ে মিলন মিয়া (৫০) তার পিতা মন্তাজ আলী গংরা বাধা দিতে যায়। এসময় প্রতিপক্ষ রেইজু মিয়া গংরা কুপিয়ে মিলন মিয়াকে গুরতর জখম করে। পরে মিলনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিহত হয়। প্রতিপক্ষের আঘাতে আহত হয় একই বাড়ির বোরহান, নার্গিস, তানজিনা,রেনু, লামিয়া,বেদেনা ও কবিতা। তবে বোরহানে অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে থানায় রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। লাশ ময়না তদন্তে মচিমহায় প্রেরণ করা হয়েছে।