মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনা এবং তুর্কি এয়ারলাইন্সের ১৯ – ২৩ এপ্রিল ২০২৫ তারিখ ৩ ঘটিকা পর্যন্ত শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে তুর্কি এয়ারলাইন্স ও বাংলাদেশ মহান স্বাধীনতা কাপে ভলিবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া – যুব ও ক্রীড়া মন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাম্মদ হিরুজ্জামান – এনডিসি, অতিরিক্ত সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মো: আমিনুল ইসলাম – এনডিসি সচিব ( যুগ্ম সচিব) জাতীয় ক্রীড়া পরিষদ, মো: ইসলাম জেনারেল ম্যানেজার তুর্কি এয়ারলাইন্স বাংলাদেশ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনেরন সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু। সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।