কুমিল্লা জেলার তিতাস উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদী (সাঃ) দাখিল মাদ্রাসা বর্তমানে চরম অনিয়ম, অব্যবস্থাপনা এবং একক গোষ্ঠীর কর্তৃত্বে গভীর সংকটের মধ্যে নিপতিত। এক সময়ের সম্ভাবনাময় প্রতিষ্ঠানটি আজ কার্যত শিক্ষার পরিবেশ হারিয়ে ফেলেছে।
তিতাস উপজেলার দুধঘাটা সরকার বাড়ির দেলোয়ার সরকার ও সানোয়ার সরকার গং-এর নেতৃত্বাধীন একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। স্থানীয়রা বলছেন, তারা মূলত ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় প্রতিষ্ঠানটিতে নিজেদের আধিপত্য বিস্তার করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটি কার্যত তাদের একচ্ছত্র দখলে।
এই গোষ্ঠীর প্রভাবে শিক্ষকরা দুই ভাগে বিভক্ত। তাদের মধ্যে বিরোধ, গ্রুপিং ও অন্তর্কোন্দল এখন স্থায়ী রূপ নিয়েছে। সুপারের বিরুদ্ধে জুনিয়র শিক্ষকদের ব্যবহার করে প্রতিষ্ঠানকে নানাভাবে অস্থিতিশীল করা হচ্ছে। এই গোষ্ঠীর ছত্রছায়ায় কিছু শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান ফেলে রেখে অফিস কার্যক্রমে ব্যস্ত থাকেন। সুপার ও কেরানির কার্যত কোনো স্বাধীনতা নেই। তাদের কথা মতো না চললে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ ও অশ্লীল ভাষার প্রয়োগ হয়। এতিমখানার খতিব ও হাফেজ সাহেবও এই অসভ্যতার শিকার হয়েছেন; তাদের লাঞ্ছিত করে এতিমখানা থেকে বের করে দেওয়া হয়। এসব অনিয়মের প্রত্যক্ষ সাক্ষী এলাকাবাসী।
প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম চলছে সম্পূর্ণ মনগড়া ও নিয়মবহির্ভূতভাবে। আয়-ব্যয়, ব্যাংক সনদ ও ১৫৬ শতক জমির মালিকানার মূল দলিল বিগত ২০ বছর ধরে সংশ্লিষ্ট গোষ্ঠীর দখলে রয়েছে, যা এখনো খারিজ হয়নি। ফলে মাদ্রাসাটি বিগত ৬ বছর ধরে নবায়নবিহীন অবস্থায় চলছে, যা এক সময় প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।
এই গোষ্ঠী বারবার পকেট কমিটি তৈরি করে নিজেরাই ক্ষমতা কুক্ষিগত রেখেছেন। প্রশাসন ও উপজেলা বিএনপিকে ম্যানেজ করে এবারও সভাপতি পদের দখল নিতে সক্রিয় হয়েছেন বলে জানা যাচ্ছে। একই পরিবারের দেবর, ভাবী ও ভাগনে—তিনজনই এবার সভাপতি পদে আগ্রহী, যা প্রতিষ্ঠান পরিচালনার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে এই গোষ্ঠী লক্ষ লক্ষ টাকা ব্যয়ে সাবেক এমপি সেলিনা আহমদ মেরি এবং ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাহেবের নির্বাচনী প্রচারণা চালিয়েছে এবং কেন্দ্র দখল করে রাতের আঁধারে ভোট চুরি করে তাদের প্রার্থীদের বিজয়ী করেছে। তাদের এই রাজনৈতিক প্রভাবের জোরেই এতদিন সভাপতি পদ ধরে রেখেছিলেন। এবারও সভাপতি হওয়ার জন্য জোর তদবির চলছে।
এই গোষ্ঠীর নির্দেশে সুপারকে ভয়ভীতি দেখিয়ে ম্যানেজিং কমিটির কার্যক্রম গোপন রাখতে বাধ্য করা হতো। এসব অনিয়মের প্রতিবাদ করায় সুপারকে একপর্যায়ে লাঞ্ছিত করে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয় এবং ১১ জানুয়ারি ২০২২ সালে তার ওপর হামলা চালানো হয়। এই ঘটনা নিয়ে মামলা-মোকদ্দমাও হয়েছে, যা প্রশাসন, সাংবাদিক মহল ও এলাকাবাসী সকলেই অবগত।
ফ্যাসিস্ট সরকার পতনের পর নির্বাহী আদেশে ইউএনও ২০ সেপ্টেম্বর ২০২৪ থেকে অত্র মাদ্রাসার সভাপতি হন, কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানটি পরিচালিত হয় পুরনো গোষ্ঠীর মাধ্যমেই। এমনকি জনতা ব্যাংকের মাদ্রাসার সরকারি অ্যাকাউন্টের পরিবর্তে তাদের ব্যক্তিগত ইসলামী ব্যাংকের এজেন্ট অ্যাকাউন্টে প্রতিষ্ঠানটির সরকারি অর্থ জমা ও উত্তোলন করা হতো, যা গুরুতর অনিয়মের শামিল।
শিক্ষকরা নানা চাপের মুখে নীরব থাকতে বাধ্য হচ্ছেন। তারা কার্যত জিম্মি অবস্থায় রয়েছেন এবং কোনো মত প্রকাশের স্বাধীনতা নেই। কথায় কথায় শিক্ষকদের হুমকি-ধমকি, অপমানজনক মন্তব্য ও ‘পছন্দ না হলে চাকরি ছেড়ে চলে যান’ ধরনের আচরণ তাদের মানসিকভাবে ভেঙে দিয়েছে। এর ফলে তারা সবসময় হীনমন্যতায় ভোগেন।
এসব কারণে গত তিন বছর ধরে শিক্ষার্থী সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। অতিরিক্ত ফি, শিক্ষার নিম্নমান এবং প্রতিষ্ঠানিক বিশৃঙ্খলাকে দায়ী করছেন অভিভাবকরা।
সম্প্রতি শোনা যাচ্ছে, কেরানি তার ব্যক্তিগত কাজের জন্য ছুটির আবেদন করলে, অনুমোদিত হওয়া সত্ত্বেও সেই দরখাস্ত প্রকাশ্যে ছিঁড়ে ফেলে অনুপস্থিত দেখিয়ে হাজিরা খাতায় দস্তখত করেন সানোয়ার গং। এটি শিক্ষক সমাজের প্রতি চূড়ান্ত অবমাননার একটি দৃষ্টান্ত।
অর্থনৈতিক দিক থেকেও শিক্ষকরা চরম দুরবস্থার মধ্যে রয়েছেন। বেসরকারি বেতন, উপবৃত্তি ও সরকারি অনুদানের অর্থ থেকেও তারা বঞ্চিত। প্রতিষ্ঠানের ১৫৬ শতক জমি নিয়মিত পত্তন দেওয়া হলেও তার আয় কোথায় যায়, তা কেউ জানেন না। কোনো অংশ শিক্ষকরা পান না। আজীবন দাতা সদস্যের ফি দিয়ে ভবন নির্মাণ করেও সেই ভবন ব্যক্তিগত নামে চালানো হচ্ছে যা নিঃসন্দেহে প্রতারণার সামিল।
এসব দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দুধঘাটা নূরে মোহাম্মদী (সাঃ) দাখিল মাদ্রাসার সামগ্রিক উন্নয়ন আজ সম্পূর্ণ অবরুদ্ধ। এখনই যদি প্রশাসন হস্তক্ষেপ না করে, তাহলে প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে পড়বে—এমন শঙ্কা এলাকাবাসীর।
১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কুমিল্লা প্রতিনিধিঃ
তিতাসের দুধঘাটা নূরে মোহাম্মদী (সাঃ) দাখিল মাদ্রাসা চরম অনিয়ম ও সংকটে নিমজ্জিত
Tag :
জনপ্রিয়