স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : তালায় পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরে হামলা ভাংচুর,লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে তালা উপজেলার সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনায় গুরুতর জখম সেলিম শেখের ছেলে হাসিবুর রহমান (১১) ও অপর জন সাহনাজ বেগমের শিশু ছেলে হুসাইন (২) তাদেরকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালা উপজেলার সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামের মৃত নাজিমউদ্দীন শেখের পুত্র সেলিম শেখ জানান, জমিজমা নিয়ে একই এলাকার মৃত শাহেজউদ্দীন শেখের ছেলে আকিম উদ্দিন শেখের সহিত বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে একই এলাকার মৃত মশিয়ার এর ছেলে আলামিন শেখ,রহমান শেখের ছেলে নূর ইসলাম শেখ,শাহপুর গ্রামের নুরআলী গাজীর ছেলে হাফিজুর গাজী সহ ১০/১৫ টি মোটর সাইকেলে ২৫/৩০ জন ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে আমাদের বসত বাড়িতে হামলা করে। আমি বাড়িতে না থাকায় আমার ছেলে হাসিবুর কে বেধড়ক মারধর করে। আমার বোনের কোলে থাকা ২ বছর বয়সের ছেলে হুসাইনকে মাটিতে ফেলে দেয়।আমি বাহিরে থাকায় আমার কাছে খবর আসে আমার বাড়িতে হামলা চালাচ্ছে দূর্বৃত্তরা তৎক্ষণিকভাবে আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে বিস্তারিত বলি।পরে ঘটনাস্থলে পুলিশের পৌঁছনোর আগেই দূর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্বদেশ বিচিত্রা/এআর