১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব সমাপ্ত

  • প্রকাশিত ০৭:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ২৪ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ার্ল্ড রিলিজিয়ন্স ডিবেটিং ক্লাব’ আয়োজিত ‘৬ষ্ঠ আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক’ উৎসব শেষ হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা। সমাপনী অনুষ্ঠানে ‘সভ্যতার বিবর্তনে নদী ও ধর্ম’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও নদী গবেষক শেখ রোকন।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য উপদেষ্টা বলেন, সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে শিক্ষার্থীদের বিতর্ক চর্চার পরিধি আরও বাড়াতে হবে। তিনি বলেন, নদীর সঙ্গে এ দেশের মানুষের জীবন ও সংস্কৃতির গভীর মিল রয়েছে। নদী, প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, বিতর্ক মানুষের আন্তঃব্যক্তিক যোগাযোগ ও চিন্তাশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, নদী, ধর্ম, প্রকৃতি ও মানুষের মধ্যে গভীর আন্তঃসম্পর্ক রয়েছে।

যুক্তিতর্কের মাধ্যমে এসব বিষয় নিয়ে বিতর্ক উৎসব আয়োজন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। আন্তঃধর্মীয় সম্প্রীতির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এর মাধ্যমে আমাদের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়েছে। এই সম্প্রীতি বজায় রেখে যুক্তি নির্ভর মানবিক সমাজ গড়ার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, এই বিতর্ক উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিতর্ক দল অংশ নেয়। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের বিতর্ক দল চ্যাম্পিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের বিতর্ক দল রানার্সআপ হয়।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মঞ্জুর হোসেন ঈসা

ঢাবিতে আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব সমাপ্ত

প্রকাশিত ০৭:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ার্ল্ড রিলিজিয়ন্স ডিবেটিং ক্লাব’ আয়োজিত ‘৬ষ্ঠ আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক’ উৎসব শেষ হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা। সমাপনী অনুষ্ঠানে ‘সভ্যতার বিবর্তনে নদী ও ধর্ম’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও নদী গবেষক শেখ রোকন।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য উপদেষ্টা বলেন, সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে শিক্ষার্থীদের বিতর্ক চর্চার পরিধি আরও বাড়াতে হবে। তিনি বলেন, নদীর সঙ্গে এ দেশের মানুষের জীবন ও সংস্কৃতির গভীর মিল রয়েছে। নদী, প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, বিতর্ক মানুষের আন্তঃব্যক্তিক যোগাযোগ ও চিন্তাশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, নদী, ধর্ম, প্রকৃতি ও মানুষের মধ্যে গভীর আন্তঃসম্পর্ক রয়েছে।

যুক্তিতর্কের মাধ্যমে এসব বিষয় নিয়ে বিতর্ক উৎসব আয়োজন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। আন্তঃধর্মীয় সম্প্রীতির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এর মাধ্যমে আমাদের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়েছে। এই সম্প্রীতি বজায় রেখে যুক্তি নির্ভর মানবিক সমাজ গড়ার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, এই বিতর্ক উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিতর্ক দল অংশ নেয়। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের বিতর্ক দল চ্যাম্পিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের বিতর্ক দল রানার্সআপ হয়।
স্বদেশ বিচিত্রা/এআর