০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আবদুর রহমান, রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ

ঢাকা কিংস লায়ন্স ক্লাবের উদ্যোগে রামগঞ্জে ফ্রীতে চোখের সবরকম চিকিৎসা পেলেন ১ হাজার রোগী

  • প্রকাশিত ০৬:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ৯৪ বার দেখা হয়েছে

চোখ মানুষের অমুল্য সম্পদ। শরিরের গুরুত্বপূর্ণ এই চোখ নিয়ে অনেকেই বিভিন্ন সমস্যায় ভুগছেন। বিশেষ করে গ্রামের অবহেলিত জনগোষ্ঠী চোখের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগেন। অনেকেই টাকার অভাবে আবার অনেকেই অসচেতনতায় অমুল্য এই অংশটির যত্ন নিতে পারেন না। তাই গ্রামের এই দারিদ্র জনগোষ্ঠীর জন্য ফ্রী চক্ষু চিকিৎসার সকল কার্যক্রম হাতে নিয়েছেন লায়ন্স ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান ঢাকা কিংস লায়ন্স ক্লাব। সংগঠনটির উদ্যোগে লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ উপজেলার উত্তর টিওরী তরুন প্রতিভা ক্রিড়া সংঘের কার্যালয়ের সামনে ২১ ও ২২ নভেম্বর ২ দিনব্যাপী ১ হাজার রোগীর জন্য ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তাদের এই আয়োজনে থাকছে ফ্রী ডাক্তার দেখানো, বিনামূল্যে চশমা, ড্রপ ও ঔষধ বিতরণ ছাড়াও ঢাকায় নিয়ে সম্পুর্ন বিনামূল্যে ছানি অপারেশনের করা হবে।এক্ষেত্রে রোগীর যাতায়াত, থাকা খাওয়া সহ সম্পুর্ন ব্যায়ভার বহন করবেন কিংস লায়ন্স ফ্যামিলি।
এসময় এই মানবিক কাজের সার্বিক তত্তাবধানে ছিলেন সামাজিক সংগঠন উত্তর টিওরী তরুন প্রতিভা ক্রিড়া সংঘ, উত্তর টিওরী বিজয় ক্রিড়া সংঘ, মধ্য টিওরী যুব কল্যান পরিষদ, দক্ষিন টিওরী নবজাগরণ ক্রিড়া সংঘ, পুর্ব টিওরী স্বপ্নময় মানবিক সংঘ।
এসময় উপস্থিত ছিলেন কিংস লায়ন্স ফ্যামিলির প্রতিষ্ঠাতা লায়ন আজহার মাহমুদ পিএমযেএফ, লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন রিয়াসাদ ইসলাম ঢালী, জিএলটি লিও কো-অর্ডিনেটর মোঃ ফাহিম রায়হান, উত্তর টিওরী তরুন প্রতিভা ক্রিড়া সংঘের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান ভুইয়া, আহবায়ক ইফতি হাসান সায়মুন, সদস্য সচিব হাসান মোল্লা, উত্তর টিওরী বিজয় ক্রিড়া সংঘের সভাপতি সজীব মির্জা, সাধারণ সম্পাদক ইসাঈল হোসেন ভুইয়, অর্থ সম্পাদক আল আমীন, মধ্য টিওরী যুব কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মামুন হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক তুহিন ভুইয়া, ক্রিড়া সম্পাদক আব্দুল মজিদ, দক্ষিন টিওরী নবজাগরণ ক্রিড়া সংঘের উপদেষ্টা ফাহিম উদ্দিন রাতুল, সদস্য হাসান, হ্রদয়, পুর্ব টিওরী স্বপ্নময় মানবিক সংঘের হাসানুজ্জামান, মোজাম্মেল হোসেন হীরা, শাহজাহান হোসেন সবুজ সহ প্রমুখ।

Tag :
জনপ্রিয়

ফেসবুক প্রোফাইল হ্যাক হলে করণীয়

আবদুর রহমান, রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ

ঢাকা কিংস লায়ন্স ক্লাবের উদ্যোগে রামগঞ্জে ফ্রীতে চোখের সবরকম চিকিৎসা পেলেন ১ হাজার রোগী

প্রকাশিত ০৬:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

চোখ মানুষের অমুল্য সম্পদ। শরিরের গুরুত্বপূর্ণ এই চোখ নিয়ে অনেকেই বিভিন্ন সমস্যায় ভুগছেন। বিশেষ করে গ্রামের অবহেলিত জনগোষ্ঠী চোখের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগেন। অনেকেই টাকার অভাবে আবার অনেকেই অসচেতনতায় অমুল্য এই অংশটির যত্ন নিতে পারেন না। তাই গ্রামের এই দারিদ্র জনগোষ্ঠীর জন্য ফ্রী চক্ষু চিকিৎসার সকল কার্যক্রম হাতে নিয়েছেন লায়ন্স ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান ঢাকা কিংস লায়ন্স ক্লাব। সংগঠনটির উদ্যোগে লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ উপজেলার উত্তর টিওরী তরুন প্রতিভা ক্রিড়া সংঘের কার্যালয়ের সামনে ২১ ও ২২ নভেম্বর ২ দিনব্যাপী ১ হাজার রোগীর জন্য ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তাদের এই আয়োজনে থাকছে ফ্রী ডাক্তার দেখানো, বিনামূল্যে চশমা, ড্রপ ও ঔষধ বিতরণ ছাড়াও ঢাকায় নিয়ে সম্পুর্ন বিনামূল্যে ছানি অপারেশনের করা হবে।এক্ষেত্রে রোগীর যাতায়াত, থাকা খাওয়া সহ সম্পুর্ন ব্যায়ভার বহন করবেন কিংস লায়ন্স ফ্যামিলি।
এসময় এই মানবিক কাজের সার্বিক তত্তাবধানে ছিলেন সামাজিক সংগঠন উত্তর টিওরী তরুন প্রতিভা ক্রিড়া সংঘ, উত্তর টিওরী বিজয় ক্রিড়া সংঘ, মধ্য টিওরী যুব কল্যান পরিষদ, দক্ষিন টিওরী নবজাগরণ ক্রিড়া সংঘ, পুর্ব টিওরী স্বপ্নময় মানবিক সংঘ।
এসময় উপস্থিত ছিলেন কিংস লায়ন্স ফ্যামিলির প্রতিষ্ঠাতা লায়ন আজহার মাহমুদ পিএমযেএফ, লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন রিয়াসাদ ইসলাম ঢালী, জিএলটি লিও কো-অর্ডিনেটর মোঃ ফাহিম রায়হান, উত্তর টিওরী তরুন প্রতিভা ক্রিড়া সংঘের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান ভুইয়া, আহবায়ক ইফতি হাসান সায়মুন, সদস্য সচিব হাসান মোল্লা, উত্তর টিওরী বিজয় ক্রিড়া সংঘের সভাপতি সজীব মির্জা, সাধারণ সম্পাদক ইসাঈল হোসেন ভুইয়, অর্থ সম্পাদক আল আমীন, মধ্য টিওরী যুব কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মামুন হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক তুহিন ভুইয়া, ক্রিড়া সম্পাদক আব্দুল মজিদ, দক্ষিন টিওরী নবজাগরণ ক্রিড়া সংঘের উপদেষ্টা ফাহিম উদ্দিন রাতুল, সদস্য হাসান, হ্রদয়, পুর্ব টিওরী স্বপ্নময় মানবিক সংঘের হাসানুজ্জামান, মোজাম্মেল হোসেন হীরা, শাহজাহান হোসেন সবুজ সহ প্রমুখ।