০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় অনুষ্ঠিত লেখক রাশেদুল ইসলামের ‘দৃষ্টিভঙ্গি পরিবর্তনে হজ্জ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

  • প্রকাশিত ১২:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ৪৪ বার দেখা হয়েছে

একটি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর হাজীর সংখ্যা লক্ষাধিক বৃদ্ধি পায় । কিন্তু সমাজ জীবনে তার কোন ইতিবাচক প্রভাব নেই বললেই চলে। বাংলাদেশের হজ্জযাত্রীদের একটি বড় অংশ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দর থেকে ইহরাম বেঁধে হজ্জযাত্রা শুরু করেন। যাদের প্রায় সকলেই হজ্জযাত্রাকালে নিজের জীবনের হিসেব মেলাতে চান। ধারদেনা থাকলে তা শোধ করে পরিচিতজনদের কাছ থেকে বিদায় নিতে চান তাঁরা। তাঁদের মন থাকে  দুর্বল;  ধর্মের শাশ্বতবাণী শুনতে চান তাঁরা। এসময় হজ্জব্রত পালনের সঠিক পদ্ধতি শিক্ষা দেওয়ার পাশাপাশি, হজ্জের অন্তর্নিহিত কারণ ও হজ্জ পরবর্তী জীবনের করণীয় বিষয়ে একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হলে,  তাঁদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে এবং তা সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটাবে উল্লেখ করে এসবের যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে ‘দৃষ্টিভঙ্গি পরিবর্তনে হজ্ব’ বইটিতে। উল্লেখ্য, এবারের বইমেলায় লেখক রাশেদুল ইসলামের ‘ডারউইন তত্ত্ব ও মডেল মসজিদ এবং ইসলামের মৌলিক বিষয়সমূহ’ শিরোনামে আর একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেই গ্রন্থে তিনি কোরআন ও হাদিসের  উপেক্ষিত মৌলিক কতিপয়  বিধান যথাযথভাবে  অনুশীলনের ব্যবস্থা নেওয়া হলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে মানুষের মধ্যে ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা কমে আসবে বলে উল্লেখ করেন।

পুস্তক প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের জেদ্দা হজ্জ মিশনের সাবেক কর্মকর্তা ও অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান এবং ইসলামী চিন্তাবিদ ও লেখক জনাব নাসির হেলাল। গ্রন্থ উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট শিক্ষা ব্যবস্থাপক, কবি ও গবেষক ডঃ সাঈফ ফাতেউর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনার্জি রেগুলেটরী কমিশনের সাবেক সদস্য জনাব সালাহউদ্ দীন আহমেদ, সাবেক সচিব জনাব আজমল হোসেন ও জনাব রইস উদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব জনাব মাহমুদ হাসান, জনাব লাইসুর রহমান, ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ (জলবায়ু বিশেষজ্ঞ), কৃষিবিদ আজমল হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইছামতি প্রকাশনির সত্ত্বাধিকারী জনাব মুহাম্মদ রশিদুর রহমান এবং সভাপতিত্ব করেন অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শারমিনা পারভিন।

উল্লেখ্য, অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সোসাইটিজ আইন, ১৮৬০ এবং বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬ এর  আওতায় প্রতিষ্ঠানটি  নিবন্ধনকৃত। ‘নিজে সৎকাজ করি এবং অন্যকে সৎকাজে উদ্বুদ্ধ করি’-এই ব্রত নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে। এ অনুষ্ঠানটি ফাউন্ডেশনের আওতায় অন্যকে সৎকাজে উদ্বুদ্ধকরণ কর্মসূচির একটি অংশ।

 

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় অনুষ্ঠিত লেখক রাশেদুল ইসলামের ‘দৃষ্টিভঙ্গি পরিবর্তনে হজ্জ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

প্রকাশিত ১২:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

একটি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর হাজীর সংখ্যা লক্ষাধিক বৃদ্ধি পায় । কিন্তু সমাজ জীবনে তার কোন ইতিবাচক প্রভাব নেই বললেই চলে। বাংলাদেশের হজ্জযাত্রীদের একটি বড় অংশ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দর থেকে ইহরাম বেঁধে হজ্জযাত্রা শুরু করেন। যাদের প্রায় সকলেই হজ্জযাত্রাকালে নিজের জীবনের হিসেব মেলাতে চান। ধারদেনা থাকলে তা শোধ করে পরিচিতজনদের কাছ থেকে বিদায় নিতে চান তাঁরা। তাঁদের মন থাকে  দুর্বল;  ধর্মের শাশ্বতবাণী শুনতে চান তাঁরা। এসময় হজ্জব্রত পালনের সঠিক পদ্ধতি শিক্ষা দেওয়ার পাশাপাশি, হজ্জের অন্তর্নিহিত কারণ ও হজ্জ পরবর্তী জীবনের করণীয় বিষয়ে একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হলে,  তাঁদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে এবং তা সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটাবে উল্লেখ করে এসবের যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে ‘দৃষ্টিভঙ্গি পরিবর্তনে হজ্ব’ বইটিতে। উল্লেখ্য, এবারের বইমেলায় লেখক রাশেদুল ইসলামের ‘ডারউইন তত্ত্ব ও মডেল মসজিদ এবং ইসলামের মৌলিক বিষয়সমূহ’ শিরোনামে আর একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেই গ্রন্থে তিনি কোরআন ও হাদিসের  উপেক্ষিত মৌলিক কতিপয়  বিধান যথাযথভাবে  অনুশীলনের ব্যবস্থা নেওয়া হলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে মানুষের মধ্যে ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা কমে আসবে বলে উল্লেখ করেন।

পুস্তক প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের জেদ্দা হজ্জ মিশনের সাবেক কর্মকর্তা ও অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান এবং ইসলামী চিন্তাবিদ ও লেখক জনাব নাসির হেলাল। গ্রন্থ উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট শিক্ষা ব্যবস্থাপক, কবি ও গবেষক ডঃ সাঈফ ফাতেউর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনার্জি রেগুলেটরী কমিশনের সাবেক সদস্য জনাব সালাহউদ্ দীন আহমেদ, সাবেক সচিব জনাব আজমল হোসেন ও জনাব রইস উদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব জনাব মাহমুদ হাসান, জনাব লাইসুর রহমান, ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ (জলবায়ু বিশেষজ্ঞ), কৃষিবিদ আজমল হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইছামতি প্রকাশনির সত্ত্বাধিকারী জনাব মুহাম্মদ রশিদুর রহমান এবং সভাপতিত্ব করেন অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শারমিনা পারভিন।

উল্লেখ্য, অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সোসাইটিজ আইন, ১৮৬০ এবং বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬ এর  আওতায় প্রতিষ্ঠানটি  নিবন্ধনকৃত। ‘নিজে সৎকাজ করি এবং অন্যকে সৎকাজে উদ্বুদ্ধ করি’-এই ব্রত নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে। এ অনুষ্ঠানটি ফাউন্ডেশনের আওতায় অন্যকে সৎকাজে উদ্বুদ্ধকরণ কর্মসূচির একটি অংশ।