ঠাকুরগাঁওয়ের, পীরগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় গত ১৮ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ২২০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৪০ হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁও জেলায় পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের রণশিয়া ক্লাব বাজার নামক সীমান্তবর্তী এলাকা হতে নায়েক আঃ রহমান এর নেতৃত্বে বিজিবি টহলদল এর প্রচেষ্টায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ দুইজন আসামীকে আটক করতে সক্ষম হয়েছে বিওপি ক্যাম্প। আটককৃত ব্যক্তি
১। মোঃ জাহেরুল (৪০), পিতাঃ গিয়াস উদ্দীন, গ্রামঃ রনশিয়া, পোস্টঃ রনশিয়া, থানাঃ পীরগঞ্জ, জেলাঃ ঠাকুরগাঁও।
২। মোঃ মেহেদী হাসান সোহাগ (২৩), পিতাঃ ওবায়দুর রহমান গ্রামঃ শেতরাপাড়া, পোস্টঃ মাটিয়ানি, থানাঃ পীরগঞ্জ, জেলাঃ ঠাকুরগাঁও।
আটককৃত ব্যক্তিদেরকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পীরগঞ্জ থানায় হস্তান্তর করেছে এবং মামলা দায়ের করেন মর্মে জানিয়েছেন বিজিবি। পীরগঞ্জ থানার মামলা নং ২০ তারিখ ১৯ মার্চ ২০২৫ ইং।