স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : ঠাকুরগাঁও জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ‘ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ’, যা সাধারণ মানুষের কাছে ‘বড় মসজিদ’ নামেও পরিচিত, তার পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এই মসজিদ ঠাকুরগাঁওবাসীর ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আধুনিক স্থাপত্যশৈলীতে এটি পুনর্নির্মাণ হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে থাকবে।”
দীর্ঘদিনের ব্যবহারে পুরাতন ভবনে নানা ধরণের জীর্ণতা ও ত্রুটি দেখা দেওয়ায়, ঐতিহাসিক এ মসজিদের ভবনটি ভেঙে নতুন করে ছয়তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই ভবনে আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত অজুখানা, মহিলাদের জন্য পৃথক নামাজের স্থান এবং ইসলামিক শিক্ষা কেন্দ্র থাকার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. খলিলুর রহমান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মির্জা রফিকুল ইসলাম, পুনঃনির্মাণ কাজের আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবীর, বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, প্রখ্যাত আলেম মাওলানা হাফেজ রশিদ আলমসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকলেই আশা প্রকাশ করেন, এই পুনঃনির্মাণ কাজ শেষ হলে মসজিদটি আধুনিক ও সুদৃশ্য রূপ লাভ করবে এবং ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য আরও আরামদায়ক ও পবিত্র পরিবেশ নিশ্চিত হবে।
স্বদেশ বিচিত্রা/এআর