ঠাকুরগাঁও সদর উপজেলার IRIDP-3 প্রকল্পের আওতায় রসুলপুর টু শিবগঞ্জ সড়কের কার্পেটিং কাজ করার সময় কার্য সহকারী-সহ একাধিক কর্মকর্তার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৬/৭৯ তারিখঃ ৯ মার্চ ২০২৫।
মামলার বিবরণ থেকে জানা যায়, মোঃ রেজওয়ানুল হক (৪৫), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-মোছাঃ রেজিয়া বেগম, সাং-আরাজী পাইক পাড়া, ০৮ নং রহিমানপুর ইউ.পি, থানা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও। আসামী ১। মোঃ আলম (৫০), পিতা-মৃত আকিম উদ্দিন, ২। আবু হোসেন (৫০), পিতা-জলিল, ৩। মতিউর (৩৫), পিতা-মৃত আকিম উদ্দিন, ৪। মোঃ আরিফ (২৫), পিতা-মোঃ আলম, সকলের সাং-শারালী শিবগঞ্জ, থানা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁওসহ অজ্ঞাতনামা ২০ জন আসামীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। বাদী মোঃ রেজওয়ানুল হক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁও সদরে কার্য সহকারী হিসাবে চাকুরীরত। ০৮ মার্চ ২০২৫ তারিখ বিকাল অনুমান ০৩:০০ ঘটিকার সময় IRIDP-3 প্রকল্পের আওতায় রসুলপুর টু শিবগঞ্জ সড়কের কার্পেটিং কাজ করার সময় ঠাকুরগাঁও সদর থানাধীন শারালী সরকারি প্রাইমারী বিদ্যালয় সংলগ্ন জায়গায় উপরোক্ত আসামীরা বেআইনী জনতাবদ্ধে দলবদ্ধ হয়ে মোঃ রেজওয়ানুল হকের গতিরোধ করে, কার্পেটিং কাজ বন্ধ করতে বলে। তারা আসামীদের কথামতো কার্পেটিং কাজ বন্ধ করে দেন। কার্পেটিং কাজ বন্ধ করার পরেও তারা মোঃ রেজওয়ানুল হকের উপর অতর্কিত কিলঘুসি দেশীয় অস্ত্র ও লাঠি সোটা দিয়ে আঘাত করতে থাকে। একই সময়ে সহকারী প্রকৌশলী মোঃ ফরহাদ হোসেন সৌরভ (২৯), পিতা-মোঃ ওবায়দুল ইসলাম, সাং-চিড়াভিজা, গোলনা, থানা-জলঢাকা, জেলা-নীলফমারী এ/পি সাং-এলজিইডি, গোবিন্দনগর, থানা ও জেলা-ঠাকুরগাঁও, উপ সহকারী প্রকৌশলী মোঃ রাজিবুল হাসান (৪৫), পিতা-মৃত আলহাজ্ব আব্দুল মাবুদ, মাতা-মৃত হোসনে আরা, সাং-খঞ্জনপুর, থানা ও জেলা-জয়পুরহাট এ/পি সাং-এলজিইডি সদর, থানা ও জেলা-ঠাকুরগাঁও, উপ-সহকারী প্রকৌশলী নাজমুস সাকিব আকাশ (২৭), পিতা-মাসুদ রানা, মাতা-নাজমুস সাবাহ্, সাং-চাউলিয়াপট্টি, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর এ/পি সাং-এলজিইডি সদর, থানা ও জেলা-ঠাকুরগাঁও ল্যাব সহকারী মোঃ আমিনুল ইসলাম (৪৫), পিতা-মজিবর রহমান, মাতা-আমেনা বেগম, সাং- গোবিন্দনগর, মন্দির পাড়া, থানা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও গণ মোঃ রেজওয়ানুল হককে আসামীদের কবল থেকে রক্ষা করতে এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে। এতে অনেকেই আহত হয়। আসামিদের ভয়ে বাদীগণ সকলেই জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস জানান, “কাজ করতে গিয়ে কর্মকর্তা কর্মচারীরা যদি মারধরের শিকার হয়। তাহলে কাজ করব কিভাবে। জীবনের নিরাপত্তা কে দিবে আমাদের। মামলা হলেও এখনো পুলিশ কাউকে গ্রেফতার করেনি। তাই কর্মবিরতি পালন করছে সবাই। আসামীরা গ্রেফতার হলে আতঙ্ক কাটবে। কাজে ফিরবে সবাই।“
১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
মোছাঃ তাহেরা খাতুন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও এলজিইডি কার্য সহকারীর উপর হামলার অভিযোগঃ থানায় মামলা
Tag :
জনপ্রিয়