০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
মোছাঃ তাহেরা খাতুন, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের সীমান্ত নিরাপত্তায় বাধা কাঁচা রাস্তা: পাকাকরণের দাবি

  • প্রকাশিত ১০:৫৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩ বার দেখা হয়েছে

দিনাজপুর ৪২ ও ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের আওতাধীন বেশ কয়েকটি বিওপি (বর্ডার আউট পোস্ট) ও সীমান্ত ক্যাম্পে এখনো পর্যন্ত পাকা রাস্তার অভাবে সীমান্ত নিরাপত্তায় বাধা সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব এলাকায় দ্রুত পাকা রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।
দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন বৈরচুনা, চান্দুরিয়া, দানাজপুর, কোচল, পার্বতীপুর, কারিগাঁও ও চাঁপশা বিওপিতে মেইন রোড থেকে ক্যাম্প পর্যন্ত সংযোগ সড়ক এখনো কাঁচা। একইভাবে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধীন মন্ডুমালা বিশেষ ক্যাম্প, রত্নাই সীমান্ত ফাঁড়ি ও জগদল বিওপিসহ আরও বেশ কিছু সীমান্ত ফাঁড়িতে রয়েছে একই সমস্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষাকালে এসব কাঁচা রাস্তা কাদায় পরিণত হয়ে যায়, ফলে বিজিবির নিয়মিত টহল পরিচালনায় সমস্যা দেখা দেয়। বিশেষ করে রাতের অন্ধকারে জরুরি মুহূর্তে দ্রুত সীমান্তে পৌঁছানো হয়ে পড়ে কঠিন। এতে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে।
একজন বিজিবি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, “অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য পেলেও কাঁচা রাস্তার কারণে সময়মতো ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয় না। এতে করে আমরা অনেকটাই অসহায় বোধ করি।”
রাস্তা পাকাকরণের বিষয়ে জানতে চাইলে এলজিইডি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন বিশ্বাস জানান, “আমরা ইতোমধ্যে কিছু জায়গা চিহ্নিত করেছি। শিগগিরই সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হলে অবকাঠামোগত উন্নয়ন একটি অপরিহার্য দিক। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া অবৈধ জমি দখল, চাঁদাবাজি, মাদকদ্রব্য ব্যবসা বেড়েই চলেছে, প্রশাসন নিরব!

মোছাঃ তাহেরা খাতুন, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের সীমান্ত নিরাপত্তায় বাধা কাঁচা রাস্তা: পাকাকরণের দাবি

প্রকাশিত ১০:৫৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুর ৪২ ও ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের আওতাধীন বেশ কয়েকটি বিওপি (বর্ডার আউট পোস্ট) ও সীমান্ত ক্যাম্পে এখনো পর্যন্ত পাকা রাস্তার অভাবে সীমান্ত নিরাপত্তায় বাধা সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব এলাকায় দ্রুত পাকা রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।
দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন বৈরচুনা, চান্দুরিয়া, দানাজপুর, কোচল, পার্বতীপুর, কারিগাঁও ও চাঁপশা বিওপিতে মেইন রোড থেকে ক্যাম্প পর্যন্ত সংযোগ সড়ক এখনো কাঁচা। একইভাবে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধীন মন্ডুমালা বিশেষ ক্যাম্প, রত্নাই সীমান্ত ফাঁড়ি ও জগদল বিওপিসহ আরও বেশ কিছু সীমান্ত ফাঁড়িতে রয়েছে একই সমস্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষাকালে এসব কাঁচা রাস্তা কাদায় পরিণত হয়ে যায়, ফলে বিজিবির নিয়মিত টহল পরিচালনায় সমস্যা দেখা দেয়। বিশেষ করে রাতের অন্ধকারে জরুরি মুহূর্তে দ্রুত সীমান্তে পৌঁছানো হয়ে পড়ে কঠিন। এতে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে।
একজন বিজিবি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, “অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য পেলেও কাঁচা রাস্তার কারণে সময়মতো ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয় না। এতে করে আমরা অনেকটাই অসহায় বোধ করি।”
রাস্তা পাকাকরণের বিষয়ে জানতে চাইলে এলজিইডি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন বিশ্বাস জানান, “আমরা ইতোমধ্যে কিছু জায়গা চিহ্নিত করেছি। শিগগিরই সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হলে অবকাঠামোগত উন্নয়ন একটি অপরিহার্য দিক। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।