টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ টেজাব এর উদ্যোগে আগামীকাল ১৬ আগস্ট বিকাল ৫টায় রাজধানীর বিজয় নগর অরনেট হোটেল (থ্রি স্টার) বলরুমে টেজাব এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে পর্যটন শিল্পের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা, এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ ও কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি : হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা, বিএনপির চেয়ারপার্সন
উদ্বোধক : প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, উপদেষ্টা, বিএনপির চেয়ারপার্সন
প্রধান আলোচক : ড. মোঃ শাহজাহান সাজু, সাবেক সিনিয়র ডিস্ট্রিক ও সেশন জজ
বিশেষ অতিথি : আলহাজ্ব মোঃ নূরুদ্দিন আহমেদ, এনটিভির পরিচালক ও সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার
” ” : তাশিক আহমেদ, উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার), এটিএন বাংলা
” ” : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, চেয়ারম্যান, ফর এভার বরিশাল
” ” : ফেরদৌস আরা, কিংবদন্তি নজরুল সঙ্গীতশিল্পী
সভাপতি : কবি হাসনাইন সাজ্জাদী, চেয়ারম্যান- টেজাব
আজীবন সম্মাননা পাচ্ছেন যারা- প্রয়াত চলচ্চিত্রকার আমজাদ হোসেন, বরেণ্য নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, বরেণ্য আলোকচিত্র সাংবাদিক আলহাজ্ব মোঃ নুরুদ্দিন আহমেদ ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তাশিক আহমেদ সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।