টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ আবুল বাশার (২৮) মেসার্স এন আর ট্রান্সপোর্ট এজেন্সি চিটাগাং রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ এর অফিস স্টাফ। গত ২৮ নভেম্বর ২০২৪ খ্রি.সন্ধ্যা অনুমান ১৮:৩০ ঘটিকায় ৪৫ ড্রাম সয়াবিন তৈল মূল্য-১৪,৫২,৩৭৫/-(চৌদ্দ লক্ষ বায়ান্ন হাজার তিনশত পচাত্তর) টাকা, ১৫ ড্রাম পাম ওয়েল মুল্য-৪,৫৪,৮৭৫/-(চার লক্ষ চুয়ান্ন হাজার আটশত পচাত্তর) টাকা, ৬০ টি ড্রামের মূল্য-৯০০০০/-(নব্বই হাজার) টাকা এবং লেবার বিল ১২০০/-(এক হাজার দুই শত) টাকা সহ সর্বমোট ১৯,৯৮,৪৫০/-(উনিশ লক্ষ আটানব্বই হাজার চারশত পঞ্চাশ) টাকা মূল্যের মালামাল ভাড়াকৃত ট্রাক রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-৮৯৫১ যোগে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে জয়পুরহাট জেলার কালাই থানাধীন পাঁচশিরা বাজারে পৌঁছে দেওয়ার জন্য প্রেরণ করে। গত ২৯ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ রাত অনুমান ০৩:৪০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ফতেপুর ইউপিস্থ শুভূল্যা সাকিনের জনৈক নিজাম উদ্দিন এর বাড়ীর সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইয়েস গাড়ীতে ৭/৮ জন দুষ্কৃতিকারী ডিবি পুলিশের পরিচয়ে ট্রাক থামিয়ে ট্রাক চালক ও হেলপারকে হাত পা ও মুখ কসটেপ দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে ট্রাকে থাকা ৬০ ড্রাম তেল এবং নগদ ১০,০০০/- টাকা ডাকাতি করে । এ ঘটনায় বাদী মোঃ আবুল বাশার (২৮) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-০২ ডিসেম্বর ২০২৪ খ্রি., ধারা-১৭০/১৭১/৩৯৫ পেনাল কোড ১৮৬০। মামলা রুজুর পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায় ০৬ আগস্ট ২০২৫ তারিখ অনুমান ২২.৩০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ও র্যাব-১৪ সিপিএসসি ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার তদন্তেপ্রাপ্ত আসামী ৩। মো: মানিক মিয়া (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ইতোপূর্বে উক্ত মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে গত ১৪ জুন ২০২৫ তারিখ সময় অনুমান দুপুর ১৪:১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিড-ষ্টোর বাজার এলাকা থেকে সন্দিগ্ধ আসামী ১। মোঃ অলি আহমেদ (৪৩), জেলা-নেত্রকোনাকে এবং গত ১৯ জুলাই ২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭:৫৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কের আইডিয়াল মোড় মাষ্টারবাড়ি এলাকা থেকে মামলার সন্দিগ্ধ আসামী ২। মোঃ আনোয়ার হোসেন (৪১), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে। এছাড়াও বাকি আসামীদের সনাক্তকরণ এবং গ্রেফতার কার্য চলমান আছে।
গ্রেফতারকৃত আসামীকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।