০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

  • প্রকাশিত ০২:০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে

 

মোঃআমির হোসেন,
স্টাফ রিপোর্টার,

টঙ্গী (গাজীপুর)
গাজীপুরের টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় এক বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে । বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনার পর ভুক্তভোগী মো. জুলহাস হোসেন মন্ডলের ভাই মোকলেছ হোসেন বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগে অভিযুক্তরা হলেন টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া এলাকার রবিউল ইসলাম (৩৬), নিলুফা আক্তার (৩৪), ইমন ওরফে কালা ইমন (২২), মো. সুজন (২৬) ও ঝর্ণা আক্তার (৩৫)।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, নিলুফা আক্তার বড় দেওড়া এলাকায় মো. জুলহাস হোসেন মন্ডলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় বাড়িওয়ালা তাকে বাড়ি ছাড়তে বলেন এবং অবৈধ কার্যক্রম বন্ধ করতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে জুলহাস হোসেন মন্ডলকে ধাওয়া করেন। পরে রাত সাড়ে দশটার দিকে আবারও হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী মো. জুলহাস হোসেন বলেন, আমি মাদক ব্যবসার প্রতিবাদ করায় তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমার স্বর্ণের চেইন ও টাকা লুট করেছে। এখনো আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন,আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।দোষীদের কে দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

প্রকাশিত ০২:০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

 

মোঃআমির হোসেন,
স্টাফ রিপোর্টার,

টঙ্গী (গাজীপুর)
গাজীপুরের টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় এক বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে । বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনার পর ভুক্তভোগী মো. জুলহাস হোসেন মন্ডলের ভাই মোকলেছ হোসেন বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগে অভিযুক্তরা হলেন টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া এলাকার রবিউল ইসলাম (৩৬), নিলুফা আক্তার (৩৪), ইমন ওরফে কালা ইমন (২২), মো. সুজন (২৬) ও ঝর্ণা আক্তার (৩৫)।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, নিলুফা আক্তার বড় দেওড়া এলাকায় মো. জুলহাস হোসেন মন্ডলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় বাড়িওয়ালা তাকে বাড়ি ছাড়তে বলেন এবং অবৈধ কার্যক্রম বন্ধ করতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে জুলহাস হোসেন মন্ডলকে ধাওয়া করেন। পরে রাত সাড়ে দশটার দিকে আবারও হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী মো. জুলহাস হোসেন বলেন, আমি মাদক ব্যবসার প্রতিবাদ করায় তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমার স্বর্ণের চেইন ও টাকা লুট করেছে। এখনো আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন,আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।দোষীদের কে দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে।