১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিশেষ প্রতিনিধি :

টঙ্গীতে ব্যাংকার জহিরুল এর উপর কুখ্যাত সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা, দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূল শাস্তির দাবি এলাকাবাসীর

  • প্রকাশিত ০৪:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ১৮৯ বার দেখা হয়েছে

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকায় নির্মাণাধীন বাড়ির পানি পড়া নিয়ে বিরোধের জের ধরে এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। আহত যুবক জহিরুল ইসলাম অপু (২৪) পেশায় সিটিজেন ব্যাংকের কর্মরত। তিনি গুরুতর আহত অবস্থায় বর্তমানে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, গত ২৯ ডিসেম্বর, শুক্রবার রাত ১১টা ১০ মিনিটের দিকে আউচপাড়া কলেজ রোডে বশির উদ্দিন উদয়ন স্কুলের পাশের গলিতে এ ঘটনা ঘটে। আহতের পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত মাকসুদ জামাল খান (৬০), রাজিব (২৮), ৩। রুম্মন (২৯), ৪। শামীম, ৫। রিফাত (২৭) এবং তাদের সহযোগীরা পূর্বের বিরোধের জেরে পরিকল্পিতভাবে পথরোধ করে হত্যার উদ্দেশ্যে জহিরুল ইসলামের ওপর হামলা আক্রমণ চালায়।

সরেজমিনে জানা যায়, দুর্বৃত্ত কুখ্যাত সন্ত্রাসী মাকসুদ জামালের নেতৃত্বে অভিযুক্তরা জহিরুলকে এলোপাথাড়ি মারধর করে। তাদের মধ্যে রাজিব ও শামীমের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে জহিরুলের পায়ে গভীর কাটা জখম করে। অন্য অভিযুক্তরা তাকে শারীরিকভাবে আঘাত করে মারাত্মকভাবে জখম করে। তার চোখেও গুরুতর আঘাত করা হয়। এখন তিনি চোখে কোন কিছু দেখতে পাচ্ছেন না। হামলার সময় হাতে থাকা মোবাইল (আইফোন) ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, দুর্বৃত্তদের আক্রমণের সময় জহিরুলের চিৎকারে আমরা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহতের বাবা মোঃ মহিন উদ্দীন টঙ্গী পশ্চিম থানায় অভিযুক্ত মাকসুদ জামাল খানসহ পাঁচজন এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর পশ্চিম থানার বিভিন্ন এলাকায় একাধিক সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা, এবং হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত। এদের মধ্যে কয়েকজনের নাম বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে, তবে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “সন্ত্রাসীরা এলাকাবাসীর মধ্যে ভয় ছড়িয়ে বিভিন্ন অবৈধ কার্যকলাপ চালাচ্ছে। আমরা চুপ থাকতে বাধ্য হচ্ছি কারণ প্রতিবাদ করলে হামলার শিকার হতে হয়।”

এ বিষয়ে পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

ভূমি দস্যু চাঁদাবাজ কুখ্যাত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

বিশেষ প্রতিনিধি :

টঙ্গীতে ব্যাংকার জহিরুল এর উপর কুখ্যাত সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা, দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূল শাস্তির দাবি এলাকাবাসীর

প্রকাশিত ০৪:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকায় নির্মাণাধীন বাড়ির পানি পড়া নিয়ে বিরোধের জের ধরে এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। আহত যুবক জহিরুল ইসলাম অপু (২৪) পেশায় সিটিজেন ব্যাংকের কর্মরত। তিনি গুরুতর আহত অবস্থায় বর্তমানে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, গত ২৯ ডিসেম্বর, শুক্রবার রাত ১১টা ১০ মিনিটের দিকে আউচপাড়া কলেজ রোডে বশির উদ্দিন উদয়ন স্কুলের পাশের গলিতে এ ঘটনা ঘটে। আহতের পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত মাকসুদ জামাল খান (৬০), রাজিব (২৮), ৩। রুম্মন (২৯), ৪। শামীম, ৫। রিফাত (২৭) এবং তাদের সহযোগীরা পূর্বের বিরোধের জেরে পরিকল্পিতভাবে পথরোধ করে হত্যার উদ্দেশ্যে জহিরুল ইসলামের ওপর হামলা আক্রমণ চালায়।

সরেজমিনে জানা যায়, দুর্বৃত্ত কুখ্যাত সন্ত্রাসী মাকসুদ জামালের নেতৃত্বে অভিযুক্তরা জহিরুলকে এলোপাথাড়ি মারধর করে। তাদের মধ্যে রাজিব ও শামীমের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে জহিরুলের পায়ে গভীর কাটা জখম করে। অন্য অভিযুক্তরা তাকে শারীরিকভাবে আঘাত করে মারাত্মকভাবে জখম করে। তার চোখেও গুরুতর আঘাত করা হয়। এখন তিনি চোখে কোন কিছু দেখতে পাচ্ছেন না। হামলার সময় হাতে থাকা মোবাইল (আইফোন) ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, দুর্বৃত্তদের আক্রমণের সময় জহিরুলের চিৎকারে আমরা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহতের বাবা মোঃ মহিন উদ্দীন টঙ্গী পশ্চিম থানায় অভিযুক্ত মাকসুদ জামাল খানসহ পাঁচজন এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর পশ্চিম থানার বিভিন্ন এলাকায় একাধিক সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা, এবং হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত। এদের মধ্যে কয়েকজনের নাম বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে, তবে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “সন্ত্রাসীরা এলাকাবাসীর মধ্যে ভয় ছড়িয়ে বিভিন্ন অবৈধ কার্যকলাপ চালাচ্ছে। আমরা চুপ থাকতে বাধ্য হচ্ছি কারণ প্রতিবাদ করলে হামলার শিকার হতে হয়।”

এ বিষয়ে পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

ভূমি দস্যু চাঁদাবাজ কুখ্যাত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।