ফেনীর ছাগলনাইয়া শুভপুর ইউনিয়নে জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি রোকসানা আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কমিটির অন্যন্য সদস্য সহ অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ এমরান ভুঁইয়া’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাসেল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত নবগঠিত কমিটির সভাপতি, দ্বীন গ্রুপের পরিচালক, বিশিষ্ট সমাজসেবিক ও শিক্ষানুরাগী রোকসানা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদ্য বিদায়ী সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দ্বীন গ্রুপের এমডি আলহাজ্ব গনি আহম্মদ।
বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন বিদ্যালয় পিটিআই কমিটির সভাপতি মোমিনুল হক পাটোয়ারী, করৈয়া মাদ্রাসার সেক্রেটারি রুহুল আমিন, দক্ষিণ বল্লভপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আবছার, শমশের নগর গাজী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম পাটোয়ারী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান, ঘোপাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবদুর রহিম পাটোয়ারী প্রমুখ।
নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি রোকসানা আক্তার বলেন, এ সংবর্ধনায় প্রতিষ্ঠানের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেল। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে এগিয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক ও বর্তমান সদস্য, শুভাকাঙ্ক্ষী, সুশীল সমাজ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা কামনা করছি। আমি যেন আমার বাবার মত এ বিদ্যালয়ের জন্য কাজ করে যেতে পারি।