উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আমি মুহম্মদ আবদুল ওয়াহাব, পুলিশ সুপার, জয়পুরহাট অত্র জেলায় যোগদানের পর থেকে গত ০৫/০৮/২০২৪ খ্রি. জয়পুরহাট সদর থানায় দুস্কৃতকারীদের কর্তৃক হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে থানায় রক্ষিত লুট করে নিয়ে যাওয়া সরকারি ও পাবলিক অস্ত্র-গুলি উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ জেলার সকল থানা এলাকায় জনগণকে উদ্বুদ্ধকরণ সভা সমাবেশ করছি। এমতাবস্থায় অদ্য ১৭/০৯/২০২৪ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, জয়পুরহাট পৌরসভাধীন সিমেন্ট ফ্যাক্টরির মাঠের পূর্বদিকে গুলশান মোড়-দেবীপুর রেল গেইট রাস্তার পূর্ব পাশে ঝোপের নিকট পরিত্যাক্ত অবস্থায় কিছু অস্ত্র-গুলি পড়ে রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে মোঃ হুমায়ন কবির, অফিসার ইনচার্জ, জয়পুরহাট সদর থানা; মোঃ কাওসার আলী, ডিআইও-১, জয়পুরহাট; এসআই মোঃ মাহবুবুর রহমান, ডিএসবি, জয়পুরহাটসহ থানার অফিসার-ফোর্স নিয়ে বর্ণিত স্থানে উপস্থিত হই। সেখানে উপস্থিত হয়ে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ০১ (এক) টি ৭.৬২দ্ধ২৫ মি.মি. পিস্তল-টি ৫৪ (চায়না), ০৮ (আট) রাউন্ড ৭.৬২ মি.মি চায়না পিস্তলের গুলি, ২৯ (উনত্রিশ) রাউন্ড ৯ মি.মি পিস্তলের গুলি, ০১(এক) টি ম্যাগাজিন ও ০১(এক) টি অস্ত্রের কভার উদ্ধার করি। উক্ত অস্ত্র-গুলি জয়পুরহাট থানার এসআই এর মাধ্যমে জব্দ তালিকা মূলে জব্দ করে জয়পুরহাট সদর থানায় নিয়ে আসা হয়।