বিএনপি বলেন: লক ডাউনের নামে সারাদেশে ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলা বিএনপি শহরের রেলগেট দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড়ে এসে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহŸায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহŸায়ক এম,এ ওয়াহাব, জেলা যুবদলের সাবেক আহবায়ক শাহনেওয়াজ কবীর শুভ্র সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
জামায়েতর বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতা ও অপতৎপরতার চেষ্টা করছে। আমরা জয়পুরহাটের মাটিতে ফ্যাসিস্টদের কঠোর হস্তে দমন করব ইনশাল্লাহ। ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা জামায়াত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় শহরের আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড়ে এসে শেষ হয়।
পরে সেখানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান সহ আরও অনেকই। মিছিল শেষে তারা শহরের জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন ।
০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
এমএ সজীব জয়পুরহাট প্রতিনিধি,
জয়পুরহাটে বিএনপি ও জামায়াতের বিক্ষোভ মিছিল
Tag :














