০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মিরসরাই প্রতিনিধি :

জোরারগঞ্জে বৃদ্ধের হাত পা বাঁধা লাশ উদ্ধার

  • প্রকাশিত ০৩:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে বসত ঘর থেকে মোহাম্মদ ফয়েজ আহমেদ (৮৫) নামের এক বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফয়েজ আহমেদ উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বদ্ধভবানী এলাকার বাসিন্দা। বুধবার রাতে নিজ ঘরে হাত-পা বেঁধে তাকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল দশটায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আনে জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানা যায়, নিহত ফয়েজ আহমেদ পাঁচ বিয়ে করেছেন। ঘটনার দিন রাতে তিনি সবার ছোট স্ত্রী ফিরোজা আক্তারের বাড়িতে ছিলেন। ফিরোজা আক্তার এলাকায় ধাত্রির (বাচ্চা প্রসব করানো) কাজ করেন। বুধবার রাতেও তিনি ঘরে স্বামীকে একা রেখে বাচ্চা প্রসব করানোর কাজে গিয়েছিলেন। কাজ শেষে ঘরে এসে তিনি স্বামীর হাত পা বাঁধা রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি জোরারগঞ্জ থানা পুলিশকে জানালে সকালে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল হালিম স্বদেশ বিচিত্রাকে বলেন, উপজেলার করেরহাট ইউনিয়নের বদ্ধভবানী এলাকায় নিজের ঘরে এক বৃদ্ধের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ পড়ে আছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে লাস উদ্ধার করে থানায় এনেছি। তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে ঘটনাটি তদন্ত করছি আমরা।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

মিরসরাই প্রতিনিধি :

জোরারগঞ্জে বৃদ্ধের হাত পা বাঁধা লাশ উদ্ধার

প্রকাশিত ০৩:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে বসত ঘর থেকে মোহাম্মদ ফয়েজ আহমেদ (৮৫) নামের এক বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফয়েজ আহমেদ উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বদ্ধভবানী এলাকার বাসিন্দা। বুধবার রাতে নিজ ঘরে হাত-পা বেঁধে তাকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল দশটায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আনে জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানা যায়, নিহত ফয়েজ আহমেদ পাঁচ বিয়ে করেছেন। ঘটনার দিন রাতে তিনি সবার ছোট স্ত্রী ফিরোজা আক্তারের বাড়িতে ছিলেন। ফিরোজা আক্তার এলাকায় ধাত্রির (বাচ্চা প্রসব করানো) কাজ করেন। বুধবার রাতেও তিনি ঘরে স্বামীকে একা রেখে বাচ্চা প্রসব করানোর কাজে গিয়েছিলেন। কাজ শেষে ঘরে এসে তিনি স্বামীর হাত পা বাঁধা রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি জোরারগঞ্জ থানা পুলিশকে জানালে সকালে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল হালিম স্বদেশ বিচিত্রাকে বলেন, উপজেলার করেরহাট ইউনিয়নের বদ্ধভবানী এলাকায় নিজের ঘরে এক বৃদ্ধের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ পড়ে আছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে লাস উদ্ধার করে থানায় এনেছি। তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে ঘটনাটি তদন্ত করছি আমরা।