এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি এম এহছান উল্লাহ, সাধারণ সম্পাদক হিমাদ্রি হোছাইন আবির, ক্রীড়া সম্পাদক আবদুর রহিম, আরিফুর ইসলাম, হাফেজ শাহাদাত হোছাইন বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।
এই ক্যাম্পেইনে তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং ভবিষ্যতে জরুরি মুহূর্তে রক্তদানে তাদের উৎসাহিত করা হয়।
সম্প্রতি “মাইলস্টোন ট্রাজেডি” পরবর্তী শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক স্টুডেন্ট আইডি কার্ডে রক্তের গ্রুপ উল্লেখ এবং অভিভাবকের মোবাইল নম্বর যুক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সংগঠনের সভাপতি এম এহছান উল্লাহ বলেন, এই সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাঁশখালী উপজেলায় সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। আগামীতে মাদকমুক্ত, মানবপাচারমুক্ত, আদর্শ ও জনকল্যানমূলক সমাজ বিনির্মাণে একুশে ফাউন্ডেশন পরিবার প্রতিজ্ঞাবদ্ধ।