জীবনের গতিতে জীবন চলে,
প্রিয় মানুষগুলো হারিয়ে যায় অতলে।
রাতের আঁধার ঠেলে
আবার সূর্য উঠে,
ভোরের রক্তিম আলো ফুটে
ফুলে ফুলে অলি ছুটে।
প্রিয় মানুষ গুলোর মুখাবয়
দৃষ্টির সীমানায় এসে দাঁড়িয়ে রয়।
জীবনের জন্য জীবন
অতলের স্মৃতি অতলে হারায়,
সময়ের নিকট নগণ্য সবই
মানুষ বড় অসহায়।
একদা একসময়
ঝড় থেমে যায়,
পাখিরা উড়ে যায়
আবার নীড় খুঁজে পায়।
অন্তিম যাত্রায় যে স্বজন
হারিয়ে যাবার পথে,
কে রুধিবে তাকে ?
তুলিবে কে ফেরার রথে !
এমনও তো হয়, বিচিত্র নয়
জগতে উপমা আছে ভুরি ভুরি,
অন্তিম যাত্রার মাঝপথ থেকে
এসেছে ফিরে প্রিয়স্বজন তোমারি।
হৃদয়ের আকুতি সবার এমনই হয়
এমনই সকলে চায়,
তবুও সময়ের নিকট নগণ্য
মানুষ বড় অসহায়।
তারিখ : ২২ আগস্ট ২০২৫