জেসমিন জুই(চট্টগ্রাম অফিস) থেকে : স্বনামধন্য জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা ও জাতীয় সাপ্তাহিক পত্রিকা কালধারা’র চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে।
রোববার ৬ জুলাই ২৫ ইং বিকাল ৪:০০ টায় চট্টগ্রাম নগরীর বাদুরতলা , হারেছ শাহ মাজারের পার্শ্বে সোনিয়া ম্যানসনের চট্টগ্রাম ব্যুরো অফিস কার্যালয়ে ও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সহযোগী সম্পাদক লিটন দাশ শিবু’র সভাপতিত্বে ও সাংবাদিক সবুজ অরণ্য এর সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রকাশক সম্পাদক, সংগঠক ও কবি বাবু অশোক ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিথযশা সাংবাদিক রাখাল চন্দ্র পাল, সাংবাদিক মৃণাল কান্তি দেব, সাংবাদিক ও কবি অরুপ কুমার বড়ুয়া।
ফিতা কাটার মধ্য দিয়ে অফিস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রকাশক সম্পাদক, সংগঠক ও কবি বাবু অশোক ধর। শুরুতে কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন চট্টগ্রামের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকাশক সম্পাদক, সংগঠক ও কবি বাবু অশোক ধর বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সাংবাদিকতা। সংবাদপত্রের যদি জাতির প্রাণ হয় তবে কলমযোদ্ধা তথা সাংবাদিকরা হলো হৃদপিণ্ড। একজন সাংবাদিক তার মেধা, যোগ্যতা, সৎ সাহস ও কলমের লেখনীর মাধ্যমে সত্যকে জাতির সামনে তুলে ধরে। রাষ্ট্রের সকল কল্যাণমূলক ও গুরুত্বপূর্ণ কার্যক্রম ও সুশাসন জাতির কাছে পৌঁছে দেয়। এই মহান পেশা পালন করতে গিয়ে অনেক অনেক সময় এ কলমযোদ্ধারা বিভিন্ন হামলা, হয়রানি ও সহিংসতার শিকার হয়। তাই রাষ্ট্রের এ স্তম্ভকে টিকিয়ে রাখতে হলে সংবাদপত্রে মতপ্রকাশের যেমন স্বাধীনতা দরকার ঠিক তেমনি দরকার রাষ্ট্রের আইন দ্বারা সাংবাদিকদের সুরক্ষা প্রদান করা। কারণ স্তম্ভ শক্তভাবে টিকে না থাকলে রাষ্ট্রযন্ত্রও সঠিকভাবে পরিচালিত হওয়া সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সহযোগী সম্পাদক লিটন দাশ শিবু বলেন, সততা ও নির্ভীকতার সাথে সাংবাদিকতার কোন বিকল্প নেই। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে যাতে কোন অসত্য তথ্য বা বিকৃত তথ্যের মাধ্যমে কেউ হয়রানির শিকার না হয় সেদিকে সর্বদা নজর রাখতে হবে। একই সাথে অপসাংবাদিকতার বিরুদ্ধেও সকলে সজাগ দৃষ্টি রাখতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় সাপ্তাহিক কালধারা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নয়ন শীল , সাংবাদিক মফিজুর রহমান, সাংবাদিক শাহেদ উজ জামান চৌধুরী, সাংবাদিক বশিরুল ইসলাম ,সাংবাদিক জেসমিন জুঁই, সাংবাদিক আমিনুল ইসলাম মামুন, সাংবাদিক জাহাঙ্গীর আলম ,সাংবাদিক অভিজিৎ তালুকদার, সাংবাদিক মঈন উদ্দিন মাহমুদ ,পীরজাদা এস.এম ফিরোজ, সঞ্জয় শীল, মোঃ শহিদুল ইসলাম, ইরফানুল হক, সাংবাদিক মেনন চন্দ্র দাশ, সাংবাদিক সুমন চৌধুরী, অ্যাডভোকেট সুব্রত শীল রাজু,মোঃ শিপন হোসেন, মোঃ আমজাদ হোসেন, সাংবাদিক অজয় কুমার দাশ, সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক মোঃ ইউসুফ ভূঁইয়া , সাংবাদিক চয়ন পাল, রাজীব ধর, মোঃ আলমগীর ও মোঃ মাহবুবুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।